ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন খল্লাস গার্ল ইশা কোপিকর। রবিবার তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ী।
2/5
১৯৯৮ সালে তামিল ছবি দিয়ে শুরু হয় ইশার ফিল্ম কেরিয়ার। ২০০০ সালে 'ফিজা' ছবিতে বলিউডে তাঁর অভিষেক। লোকসভা ভোটের ইশা বিজেপির প্রার্থী হতে পারেন বলে জল্পনা।
photos
TRENDING NOW
3/5
কোম্পানি ছবিতে 'খল্লাস' গানটির মাধ্যমে পরিচিতি লাভ করেন এই নায়িকা। এরপর কাঁটে (২০০২), দিল কা রিস্তা (২০০৩) ডরনা মানা হ্যায় (২০০৩), ক্যায় কুল হে হম (২০০৫)- এর মতো ছবিতে কাজ করেছেন ইশা। ২০১১ সালে শেষবার 'রাখ' ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। তেলুগু, কন্নড়, মরাঠি ও তামিল ছবিতেও অভিনয় করেছেন ইশা।
4/5
চলতি মাসের ২ জানুয়ারি বিজেপিতে যোগ দিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়। বাংলা থেকে তাঁর টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে বিজেপি সূত্রের খবর।
5/5
মাধুরী দীক্ষিত বিজেপির টিকিটে লোকসভা ভোটে প্রার্থী হতে পারেন বলে জল্পনা রটেছিল। তবে সেই জল্পনা খারিজ করেছিলেন মাধুরী।