পুলওয়ামা: বন্ধু মোদীকে নিঃশর্ত, সীমাহীন সাহায্যে রাজি এই দেশের প্রধানমন্ত্রী
Feb 20, 2019, 23:18 PM IST
1/5
পুলওয়ামা হামলার পর পাকিস্তানের উপরে প্রত্যাঘাতের দাবি উঠেছে দেশজুড়ে। আর ভারতকে সবরকম সহযোগিতার প্রতিশ্রুতি দিল ইজরায়েল।
2/5
ইজরায়েল জানিয়ে দিল, কোনও শর্ত ছাড়াই ভারতকে সাহায্য করতে রাজি তারা। শুধু তাই নয়, সীমাহীন সহযোগিতা।
photos
TRENDING NOW
3/5
ইজরায়েলি কায়দায় পাল্টা দেওয়ার গণদাবি উঠেছে ভারত সরকারের কাছে। আর এহেন পরিস্থিতিতে ইজরায়েলের এই সমর্থন বেশ তাত্পর্যপূর্ণ। শত্রুর শিবিরে পাল্টা দেওয়ায় ইজরায়েলের জুড়ি মেলা ভার। তাদের সামরিক কৌশলও বিশ্বের কাছে কুর্নিশ আদায় করে নিয়েছে।
4/5
ভারতে নিযুক্ত ইজরায়েলের নতুন রাষ্ট্রদূত রন মালকার কথায়,''নিঃশর্তে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সীমা ছাড়িয়ে সহযোগিতা করতে রাজি জেরুজালেম। ভারতের যা দরকার আমরা আছি। সন্ত্রাসবাদের সমস্যায় জর্জরিত ইজরায়েলও''।
5/5
পুলওয়ামা হামলার পর সমবেদনা জানিয়েছিলেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু। নরেন্দ্র মোদী নিজের বন্ধু বলে মনে করেন ইজরায়েলি প্রধানমন্ত্রী। তা দুজনের একাধিক সাক্ষাতেই বোঝা গিয়েছে। ভারতকেও স্বাভাবিক মিত্র মনে করে ইজরায়েল।