1/6
s 6
2/6
S 5
photos
TRENDING NOW
3/6
S 4
কিন্তু কে এই জগত্ প্রসাদ নাড্ডা! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম কার্যকালে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন নাড্ডা। পরে ২০১৯ সালে ফের ক্ষমতায় এলে নাড্ডাকে বিজেপির কার্যকরী সভাপতি করা হয়। কারণ দলের সভাপতির পদ ছেড়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদে আনা হয় অমিত শাহকে। এবিভিপির প্রাক্তন কর্মী নাড্ডা খবরে আসেন ১৯৯৩ সালে। এই বছরই তিনি হিমাচল প্রদেশ থেকে দলের বিধায়ক নির্বাচিত হন।
4/6
S 3
5/6
S 2
6/6
s 1
২০১০ সাল বড় ব্রেক পান নাড্ডা। নিতিন গডকড়ী তাঁকে দলের সাধারণ সম্পাদক পদে নিয়ে আসেন। তার পর থেকে ধীরে ধীরে ক্ষমতার অন্দরে ঢুকে পড়েছেন নাড্ডা। ২০১২ সালে তাঁকে রাজ্যসভায় নিয়ে আসে বিজেপি। ২০১৯ সালে তাঁকেই উত্তরপ্রদেশ নির্বাচনের দায়িত্ব দেয় দল। মূলত তাঁর নেতৃত্বেই বিরোধী জোটকে হারিয়ে ক্ষমতায় আসে বিজেপি।
photos