1/7
ত্রিবেণী তীর্থপথে
2/7
শিক্ষা শুরু
photos
TRENDING NOW
3/7
নবদ্বীপ
4/7
শোভাবাজার রাজবাড়ি
তবে তাঁর পরাজয়ের কাহিনিও আছে। একবার মহারাজ নবকৃষ্ণ দেব আয়োজিত সভায় এক নৈয়ায়িক দিগবিজয়ের উদ্দেশ্যে এসেছিলেন। সেই সভায় উপস্থিত ছিলেন নবদ্বীপের পণ্ডিতমণ্ডলীর নৈয়ায়িক শিবনাথ বিদ্যাবাচস্পতি। ছিলেন জগন্নাথ তর্কপঞ্চাননও। কিন্তু কেউই আগত সেই নৈয়ায়িকের সঙ্গে যুক্তিতে পেরে ওঠেননি। তখন নবদ্বীপেরই আর এক পণ্ডিত বুনো রামনাথ সেখানে উপস্থিত হন। তিনিই যুক্তিতর্কের মাধ্যমে সেই অতিথি তার্কিককে পরাজিত করে নবদ্বীপের মুখরক্ষা করেছিলেন।
5/7
দেশীয় বিচার পদ্ধতির জনক
ইংরেজরা ১৭৬৫ সালে বাংলার দেওয়ানি লাভ করলে দেশীয় বিচার পদ্ধতি ও আইন প্রণয়নের জন্যে জগন্নাথ তর্কপঞ্চাননের শরণাপন্ন হয়েছিল। 'অষ্টাদশ বিবাদের বিচার' তাঁর রচনা। তাঁর বিশেষ কীর্তি ন্যায় বিষয়ক 'বিবাদ ভঙ্গার্নব'। তত্কালীন হিন্দু দেওয়ানি বিচার ব্যবস্থা এই বইয়ের ইংরেজি অনুবাদের মাধ্যমেই করা হত। নব্যন্যায়ের উপরও নানা লেখা ছিল তাঁর।
6/7
রবার্ট ক্লাইভ
মেদিনীপুরের মহারাজ নন্দকুমার থেকে শুরু করে শোভাবাজারের রাজা নবকৃষ্ণ, মহারাজা কৃষ্ণচন্দ্র রায়, বর্ধমানরাজ কীর্তিচন্দ্র ছিলেন তাঁর গুণগ্রাহী। রবার্ট ক্লাইভ তাঁর কাছে সংস্কৃত শিখেছেন। এ ছাড়াও লর্ড ওয়ারেন হেস্টিংস, হার্ডিঞ্জ, কোলব্রুক এবং এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জোন্সের সঙ্গে তাঁর বিশেষ হৃদ্যতা ছিল। প্রাচ্য সংস্কৃতি বিশারদ সুপণ্ডিত জোনস বিভিন্ন তথ্য ও তত্ত্ব সংগ্রহ করতে তাঁর কাছে যেতেন। সদর দেওয়ানি আদালতের প্রধান বিচারপতি হ্যারিংটন ছিলেন জগন্নাথ তর্কপঞ্চাননের অন্যতম সুহৃদ।
7/7
প্রধান পণ্ডিত
photos