ওয়ান ডে ক্রিকেটে এই নিয়ে তিনবার, অনন্য নজির গড়লেন শ্রেয়স আইয়ার-রস টেলর

Feb 05, 2020, 18:55 PM IST
1/5

হ্যামিলটনে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে চার নম্বরে নেমে ১০৭ বলে ১০৩ রান করেন  শ্রেয়স আইয়ার। কেরিয়ারের প্রথম ওয়ান ডে সেঞ্চুরিটি এদিন করেন তিনি।

2/5

 নিউ জিল্যান্ডের রস টেলরও চার নম্বরে নেমে ৮২ বলে ১০৮ রানে অপরাজিত থাকেন। এবং কিউইদের ম্য়াচ জেতান।

3/5

একদিনের ক্রিকেট ইতিহাসে এই নিয়ে তৃতীয়বার এমনটা হল, যেখানে দু দলেরই চার নম্বরে নেমে দুই ব্যাটসম্যানই সেঞ্চুরি করেন।  

4/5

২০০৭ সালে হারারে-তে জিম্বাবোয়ে-দক্ষিণ আফ্রিকা ম্যাচে চার নম্বরে নেমে সেঞ্চুরি করেন এবি ডিভিলিয়ার্স (১০৭) এবং টাটেন্ডা টাইবু (১০৭)।  

5/5

২০১৭ সালে কটকে ভারত-ইংল্যান্ড ম্যাচে চার নম্বরে নেমে সেঞ্চুরি করেন যুবরাজ সিং(১৫০) এবং ইয়ন মর্গ্যান(১০২ )