Kali Puja 2021: দেখে নিন কালীপুজোর পূর্ণাঙ্গ সময় ও তিথি

জানুন সম্পূর্ণ দিনক্ষণ। 

Oct 26, 2021, 13:48 PM IST
1/6

কালীপুজো

Kali Puja 2021

নিজস্ব প্রতিবেদন: আসছে আরও এক শক্তির আরাধনার দিন। দুর্গাপুজো (Durga Puja), লক্ষ্মীপুজোর (Lakshmi Puja) এবার আসছে কালীপুজো (Kali Puja 2021 )। 

2/6

আদ্যশক্তি আরাধনা

Adya Shakti

প্রতিবছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে হল আদ্যশক্তি আরাধনা। একে শ্যামা পুজোও বলা হয়। আবার দীপান্বিতা কালীপুজোও বলা হয়।

3/6

দীপাবলি

Diwali

আমাদের কালীপুজো (Kali Puja 2021) এবং দীপাবলি। অবাঙালিদের কাছে সেটাই দিওয়ালি (Diwali)। দীপাবলি অন্ধকার দূর করে আতসবাজি এবং আলোর রোশনাইয়ে চারদিন ভরিয়ে তোলার দিন। 

4/6

কালীপুজোয় লক্ষ্মী-গণেশের আরাধনা

Ganesh and Lakshmi Puja

কালীপুজোর (Kali Puja 2021) শুভ দিনে অনেকে লক্ষ্মী-গণেশের পুজোও করে থাকেন। 

5/6

রটন্তী কালীপুজো-ফলহারিনী কালীপুজো

Rotonti Kali Puja

মাঘ মাসের কৃষ্ণা চতুদর্শীতে রটন্তী কালীপুজো (Kali Puja 2021 ) এবং জৈষ্ঠ্য মাসের কৃষ্ণ চতুদর্শীতে ফলহারিনী কালীপুজো হয়ে থাকে।

6/6

২০২১-র দীপান্বিতা কালীপুজোর (Kali Puja 2021) পূর্ণাঙ্গ নির্ঘণ্ট

Kali Puja 2021 timing

৪ নভেম্বর, বৃহস্পতিবার এবারের কালীপুজোর (Kali Puja 2021)। তিথি শুরু ৪ নভেম্বর সকাল ৬.০৩ মিনিট থেকে। তিথি থাকবে ৫ নভেম্বর মধ্যরাত ২.৪৪ মিনিট পর্যন্ত।