Kali Puja 2024: কবে কালীপুজো? কখন পড়ছে অমাবস্যা? জেনে নিন, ভূত চতুর্দশী ভাইফোঁটা-সহ দীপাবলির বিস্তারিত তিথি-নির্ঘণ্ট...
Kali Puja 2024 Date Time Subh Mahurat: শারদীয়া দুর্গাপুজোর পরেই কালীপুজোর ব্যস্ততা। সারা ভারত জুড়ে এই পুজো হয়। দীপাবলি প্রায় জাতীয় উৎসব।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুর্গাপুজোর পরেই কালীপুজোর ব্যস্ততা। সারা ভারত জুড়ে এই পুজো হয়। দীপাবলি প্রায় জাতীয় উৎসব। কালীপুজো এক রাত্রের পুজো। কিন্তু কালীপুজোর পুরো অনুষ্ঠান মাত্র একদিন বা একরাতের মধ্যে সীমাবদ্ধ নয়। কালীপুজোর দুদিন আগেই আসে ধনতেরাস, তার পরে ভূত চতুর্দশী বা নরক চতুর্দশী। তার পরে পড়ে অমাবস্যা। শুরু হয় মা কালীর আরাধনা। তাই কালীপুজোর লগ্নে জেনে নেওয়া যাক, কবে কখন কোন তিথি?
1/6
ধনতেরাস
2/6
ভূত চতুর্দশী
photos
TRENDING NOW
3/6
১৪ শাক, ১৪ প্রদীপ
4/6
অমাবস্যা তিথি
5/6
কালীপুজোর শুভ মুহূর্ত
6/6
ভাইফোঁটা
কালীপুজোর সামগ্রিক অনুষ্ঠান অবশ্য দিনতারপাঁচেক ধরে। এটা শেষ হয় ভাইফোঁটায়। এ বছর ভাইফোঁটা পড়েছে ৩ নভেম্বর, রবিবার। এদিন এই আয়োজনের মধ্যে দিয়ে সমাপ্তি দীপাবলির। (Disclaimer: প্রচলিত ধর্মীয় রীতি, শাস্ত্র বা তত্ত্বের ভিত্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এটি মানা বা না মানার সুপারিশ করা হচ্ছে না। বিশ্বাস ব্যক্তিগত বিষয়। সচেতন পাঠক যা করবেন স্বদায়িত্বে। আমাদের সম্পাদকীয় দফতরের কোনও দায়বদ্ধতা নেই।)
photos