Kangana Ranaut: 'শুধরে যাও, নইলে.....', বেটিং অ্যাপ ইস্যুতে বলিউড সেলেবদের হুঁশিয়ারি কঙ্গনার

Oct 07, 2023, 20:10 PM IST
1/5

মহাদেব বেটিং অ্যাপ ইস্যুতে নাম জড়িয়েছে সোনু সুদ, সোনাক্ষী সিনহা, রণবীর কাপুর, সানি লিয়নি, টাইগার শ্রফ, নেহা কক্কর, ভাগ্যশ্রী, কৃতী খারবান্দা-সহ একাধিক বলিউড সেলেবের। এরা এখন ইডির নজরে। ওইসব বলিউড সেলেবদের সতর্ক করে দিলেন কঙ্গনা রানাউত।  

2/5

বর্তমানে ইডি মহাদেব অ্যাপ বেটিং কাণ্ডের তদন্তে নেমেছে। অভিযোগ ওই অ্যাপের প্রমোশন করেছেন ওইসব সেলববা। কখনওবা তারা ওই অ্যাপের মালিকদের আয়োজন করা ইভেন্টে অংশ নিয়েছেন। এভাবে তারা বিপুল টাকা কামিয়েছেন। এনিয়ে এবার নতুন তথ্য দিলেন কঙ্গনা।

3/5

কঙ্গনার দাবি, তাঁর কাছেও ওই অ্যাপের সঙ্গে যুক্ত হওয়ার প্রস্তাব এসেছিল। তিনি তা ফিরিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, টাকার অঙ্ক বাড়িয়ে একাধিকবার তাঁকে ওই অ্যাপের সঙ্গে জড়িত হওয়ার প্রস্তাব এসেছে। তারপরেও তিনি ওই অ্যাপের সঙ্গে নিজের নাম জড়াননি। তাঁকে কেনা যায়নি।

4/5

একটি সংবাদমাধ্যমে ওই খবর প্রকাশিত হয়। সেই খবরের স্কিন শর্ট পোস্ট করে বলিউডর সেলেবদের হুঁশিয়ারি দিতেও ভোলেননি কঙ্গনা।  

5/5

কঙ্গনা বলেছেন, ওই অ্যাপের প্রচারের জন্য বছরে ৬ বার আমরা কাছে প্রস্তাব এসেছিল। প্রতিবারই কোটি টাকার অঙ্ক বাড়িয়ে আমাকে লোভ দেখানো হয়েছিল। প্রতিবারই আমি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। এটা নয়া ভারত। শুধরে যাও নয়তো শুধরে দেওয়া হবে।