কারগিল বিজয় দিবস: যুদ্ধ চলাকালীন তাঁর কারগিল সফরের ছবি টুইট করলেন মোদী

Jul 26, 2019, 10:18 AM IST
1/5

S 5

S 5

কারগিলে ভারতের জয়ের দু’দশক পার। পাক সেনাদের হঠিয়ে কার্গিলে তেরঙ্গা উড়িয়েছিলেন দেশের বীর জওয়ানরা। তবে তার জন্য আহুতি দিতে হয় বহু প্রাণ। দিনটিকে স্মরণ করে পালন করা হচ্ছে কারগিল বিজয় দিবস। শহিদ জওয়ানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপণ করেছেন প্রতিরক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। পাশাপাশি ১৯৯৯ সালে প্রধানমন্ত্রী তাঁর কারগিল সফরের ছবি শেয়ার করেছেন টুইটারে।

2/5

S 4

S 4

প্রধানমন্ত্রী লিখেছেন, কারগিল লড়াইয়ের সময়ে সেখানে যাওয়ার সুযোগ হয়েছিল। সেসময় দলের জন্য জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশে কাজ করছিলাম। সেই সফর ও সেনাদের সঙ্গে কথা বলার স্মৃতি ভোলার নয়।

3/5

S 3

S 3

১৯৯৯ সালে কার্গিল ও দ্রাসে দুটি জায়গা আচমকা দখল করে নেন পাক সেনা। সেই দখল মুক্ত করতেই ভারত শুরু করে অপারেশন বিজয়।

4/5

S 2

S 2

টানা ৬০ দিনের লড়াই শেষে ২৬ জুলাই কারগিলে পাহাড়ের চূড়া থেকে পাক সেনাকে হঠিয়ে দিতে সমর্থ হয় সেনা। দিনটিকে স্মরন করতেই এটিকে বিজয় দিবস হিসেবে পালন করা হয়।

5/5

s 1

s 1

দুর্গম পাহাড়ি এলাকা ও সুবিধেজনক অবস্থায় থাকা পাক সেনাদের সঙ্গে লড়াইয়ে প্রাণ হারান ৫২৭ জওয়ান। ভারতীয় জওয়ানদের সেই লড়াই সামনে থেকে চাক্ষুস করেছিলেন মোদী। তারই ছবি দিলেন সোশ্যাল মিডিয়ায়।