দু'ঘণ্টায় শেষ করে দিলেন ম্যারাথন! কেনিয়ার ইলিউড যেন মহামানব

Oct 12, 2019, 17:28 PM IST
1/5

দুঘণ্টায় শেষ করলেন ম্যারাথন

দুঘণ্টায় শেষ করলেন ম্যারাথন

১ ঘণ্টা ৫৯ মিনিট ৪০ সেকেন্ডে শেষ করে দিলেন ম্যারাথন। বিশ্বে এখনও পর্যন্ত যা আর কোনও অ্যাথলিট পারেনি। কেনিয়ার ইলিউড কিপচোগে লিখলেন নতুন ইতিহাস। 

2/5

দুঘণ্টায় শেষ করলেন ম্যারাথন

দুঘণ্টায় শেষ করলেন ম্যারাথন

বেসরকারি ম্যারাথন বলে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাথলেটিক্স ফেডারেশনস অবশ্য এই রেকর্ড নথিভুক্ত রাখবে না। 

3/5

দুঘণ্টায় শেষ করলেন ম্যারাথন

দুঘণ্টায় শেষ করলেন ম্যারাথন

এদিন প্রতি কিমি দৌড়তে কিপজোগে সময় নিয়েছেন মাত্র ২.৫০ মিনিট। ৩৪ বছর বয়সী কিপজোগের নামের পাশে রয়েছে ম্যারাথনের বিশ্বরেকর্ড।

4/5

দুঘণ্টায় শেষ করলেন ম্যারাথন

দুঘণ্টায় শেষ করলেন ম্যারাথন

বছর দুয়েক আগে ইতালিতেও কিপজোগে দুই ঘণ্টায় ম্যারাথন শেষ করার চেষ্টা করেছিলেন। কিন্তু সেবার তিনি ব্যর্থ হন। 

5/5

দুঘণ্টায় শেষ করলেন ম্যারাথন

দুঘণ্টায় শেষ করলেন ম্যারাথন

গত বছর বার্লিন ম্যারাথন শেষ করেছিলেন দুঘন্টা এক মিনিট ৩৯ সেকেন্ডে। কিন্তু এবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে তিনি দুঘণ্টায় ম্যারাথন শেষ করলেন।