Venkatesh Iyer Gets Married: কেকেআরকে ট্রফি জিতিয়েছেন, এবার বিয়ে তারকা ক্রিকেটারের, রইল পরম সুন্দরী স্ত্রীর সিভি

KKR Star Venkatesh Iyer Gets Married To Shruti Raghunathan: কেকেআর তারকা ভেঙ্কটেশ আইয়ার বিয়েটা সেরে ফেললেন। বান্ধবী শ্রুতি রঘুনাথনের গলায় পরালেন মালা

Jun 02, 2024, 17:59 PM IST
1/5

সপ্তদশ আইপিএল চ্য়াম্পিয়ন হয়েছে কেকেআর

IPL 2024 Champion KKR

১০ বছর পর কলকাতায় এসেছে আইপিএল ট্রফি। সানরাইজার্স হায়দরাবাদকে আট উইকেটে হারিয়ে আইপিএল চ্য়াম্পিয়ন হয়েছে কেকেআর। ২০১২, ২০১৪ সালের পর ফের ২০২৪ সালে আইপিএল চ্য়াম্পিয়ন শাহরুখ খানের ফ্র্য়াঞ্চাইজি। গোটা টুর্নামেন্টে দারুণ ক্রিকেট খেলেছেন দলের তারকা অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার। এমনকী ফাইনালে ২৬ বলে অপরাজিত ৫২ রানের ইনিংসও খেলেছেন তিনি। গত সপ্তাহে কেকেআরকে আইপিএল জিতিয়ে এবার বিয়েটাও সেরে ফেললেন ভেঙ্কটেশ। পরপর দুই রবিবার ভেঙ্কটেশের জীবনে বড় খবর ঘটে গেল।

2/5

ভেঙ্কটেশ বাগদান সেরেছিলেন গতবছর

Venkatesh Iyer Got Engaged To Shruti Raghunathan

গতবছর নভেম্বরে বাগদান সেরেছিলেন ভেঙ্কটেশ ও শ্রুতি রঘুনাথন। কেকেআর স্টার ও তাঁর স্ত্রীর বাগদানের ছবিও সোশ্য়াল মিডিয়ায় সবার হৃদয় কেড়ে নিয়েছিল।

3/5

অবশেষে বিয়েটা সেরেই ফেললেন শ্রুতি

Venkatesh Iyer Gets Married To Shruti Raghunathan

রবিবার অর্থাৎ আজ সকালে সাতপাকে বাঁধা পড়লেন। ভেঙ্কটেশ-শ্রুতির ছবি নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে এদিন। পরিবার ও বন্ধুবান্ধবের উপস্থিতিতে ঘরোয়া অনুষ্ঠানেই জীবনের নতুন ইনিংস শুরু করলেন ২৯ বছরের ইন্দোরের ক্রিকেটার। যিনি দেশের জার্সিতে এখনও পর্যন্ত ২টি ওডিআই ও ৯টি টি-২০আই খেলেছেন।  

4/5

ভেঙ্কটেশের স্ত্রী শ্রুতি রঘুনাথনের কী পরিচয়?

Who is Shruti Raghunathan?

শ্রুতি বেঙ্গালুরুতে লাইফস্টাইল ইন্টারন্য়াশনাল প্রাইভেটে লিমিটেডে চাকরি করেন। সেখানে মার্চেন্ডাইজ প্ল্য়ানারের কাজ করেন তিনি। শ্রুতি পিএসজি কলেজ অফ আর্টস অ্য়ান্ড সায়েন্স থেকে বিকম পাশ করেছেন। এরপর ফ্য়াশন ম্য়ানেজেমেন্টে মাস্টার্স করেছেন ন্য়াশনাল ইনস্টিটিউট অফ ফ্য়াশন টেকনোলজি ওরফে এনআইএফটি থেকে।   

5/5

ভেঙ্কটেশ আইয়ার সপ্তদশ আইপিএলে কী করেছেন!

 Venkatesh Iyer IPL 2024 Campaign

ভেঙ্কটেশ ১৪ ম্য়াচে ৩৭০ রান করেছেন। তাঁর স্ট্রাইকরেট ছিল ১৫৮.৮০। চারটি হাফ-সেঞ্চুরিও করেছেন তিনি। সর্বাধিক ৭০ রানের ইনিংসও খেলেছেন তিনি।