kalipuja 2023: দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মূর্তিরহস্য জানেন? জানলে আজও গায়ে কাঁটা দেবে...
kalipuja in Dakshineswar Kali Temple: দক্ষিণেশ্বরের মা ভবতারিণীকে নিয়ে নানা কথা, নানা কাহিনি। মানুষ তা খুব মন দিয়ে শোনেন, জানেন, রোমাঞ্চিত হন। আজও তা মানুষকে টানে, ছোঁয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দক্ষিণেশ্বরের মা ভবতারিণীকে নিয়ে নানা কথা, নানা কাহিনি। মানুষ তা খুব মন দিয়ে শোনেন, জানেন, রোমাঞ্চিত হন। আজও তা মানুষকে টানে, ছোঁয়। কে বানাল এই মূর্তি? রানি রাসমণি কেমন মূর্তির কথা ভেবেছিলেন? মা ভবতারিণীর প্রিয় শাড়ি কী? কোথায় তৈরি হয় দীপাবলির রাতের যে শাড়ি মাকে পরানো হয় সেটি?
1/7
দাঁইহাটের নবীন
2/7
রানি এলেন দেখতে
মূর্তি নির্মিত হলে রানি রাসমণি এলেন। মূর্তি যেন একটু যেন ছোট হয়েছে। আবার নতুন মূর্তি বানাতে বসলেন নবীন। রানি ফের এলেন দেখতে। মূর্তি সুন্দর হয়েছে, কিন্তু এবার দেখা দিল অন্য সমস্যা। এবারের মূর্তি গর্ভগৃহের মাপের থেকে একটু বড় হয়ে গিয়েছে! পুনরায় মূর্তি তৈরি শুরু করলেন নবীন। এবার যে মূর্তি নির্মিত হল, আজও সেই মাতৃমূর্তিরই দর্শন পাই আমরা দক্ষিণেশ্বরের মন্দিরে।
photos
TRENDING NOW
3/7
নবীনের তিন মূর্তি
4/7
হেদুয়ার নিস্তারিণী কালী
5/7
১০ বছর অপেক্ষা
6/7
প্রতিমাসে কয়েক হাজার শাড়ি
7/7
মা ভবতারিণীর দর্শন
photos