ভারতের এক মিসাইলের ধাক্কায় কুপোকাত পাকিস্তানের F-16

Mar 02, 2019, 10:57 AM IST
1/8

বুড়ো মিগ

ভারতের এক মিসাইলের ধাক্কায় কুপোকাত পাকিস্তানের F-16

বুড়ো মিগ-২১ বাইসন। যা থেকে ছোড়া মিসাইলে কুপোকাত পাকিস্তানের অত্যাধুনিক এফ-১৬। যা নিয়ে চারিদিকে চলছে আলোচনা।

2/8

ক্ষেপণাস্ত্রের খুঁটিনাটি

ভারতের এক মিসাইলের ধাক্কায় কুপোকাত পাকিস্তানের F-16

কিন্তু যে মিসাইল ছোড়া হয়েছিল ওই মিগ-২১ থেকে, জানেন কি সেই ক্ষেপণাস্ত্রের খুঁটিনাটি।

3/8

ক্ষেপণাস্ত্রের নাম

ভারতের এক মিসাইলের ধাক্কায় কুপোকাত পাকিস্তানের F-16

মিগ-২১ থেকে বায়ুসেনার উইং কমান্ডারের ছোড়া সেই ক্ষেপণাস্ত্রের নাম R-73E. এই ক্ষেপণাস্ত্র আকাশ থেকে আকাশ আঘাত হানতে সক্ষম। তাই কোনও বিমানকে আঘাত করতেই এটার ব্যবহার করা হয়।

4/8

উড়ন্ত লক্ষ্যে আঘাত

ভারতের এক মিসাইলের ধাক্কায় কুপোকাত পাকিস্তানের F-16

এই ক্ষেপণাস্ত্র ৩০ কিলোমিটার দূর পর্যন্ত আঘাত সক্ষম। সমুদ্রস্পৃষ্ট থেকে ০.০২ থেকে ২০ কিলোমিটার উচ্চতা পর্যন্ত উড়ন্ত লক্ষ্যে আঘাত হানতে পারে। এর গতিবেগ ঘণ্টায় প্রায় ২৫০০ কিমি।

5/8

পুলওয়ামায় জঙ্গিহামলা

ভারতের এক মিসাইলের ধাক্কায় কুপোকাত পাকিস্তানের F-16

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গিহামলা হয়। শহিদ হন ৪০ জন জওয়ান। আহত হন অনেকে। হামলার দায় স্বীকার করে নেয় পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ।

6/8

সার্জিক্যাল স্ট্রাইক

ভারতের এক মিসাইলের ধাক্কায় কুপোকাত পাকিস্তানের F-16

তার পাল্টা হিসেবে ২৬ ফেব্রুয়ারি ভোররাতে আরও একবার সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত। পাক অধিকৃত কাশ্মীরে জইশের সবচেয়ে বড় জঙ্গিঘাঁটিতে আকাশপথে মিরাজ-২০০০ যুদ্ধবিমান দিয়ে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা।

7/8

পাক যুদ্ধবিমান

ভারতের এক মিসাইলের ধাক্কায় কুপোকাত পাকিস্তানের F-16

সেই হামলার পরদিনই ভারতের আকাশসীমায় ঢুকে পড়ে একাধিক পাক যুদ্ধবিমান। তার মধ্যে তিনটি এফ-১৬ও ছিল। সেই তিন যুদ্ধবিমানের একটিকে তাড়া করতে গিয়েই পাকিস্তানের হাতে আটকে পড়েছিলেন অভিনন্দন।

8/8

কুপোকাত এফ-১৬

ভারতের এক মিসাইলের ধাক্কায় কুপোকাত পাকিস্তানের F-16

অভিনন্দের মিগ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হানায় কুপোকাত হয় পাকিস্তানের এফ-১৬।