Kolkata Airport Fire: দমদম বিমানবন্দরের ভিতরে ভয়াবহ আগুন, আতঙ্কিত অসংখ্য যাত্রী
বুধবার রাত ৯টা নাগাদ বিমানবন্দরে ৩ সি গেটের কাছে আগুন লেগে যায়। কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা বিমানবন্দর চত্বর। রাত ৯.৩০টা অবধি পাওয়া খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আসেনি। যুদ্ধকালীন তৎপরতায় দমকল আগুন নেভানোর চেষ্টা করছে।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ভয়াবহ আগুন লেগেছিল কলকাতা বিমানবন্দরে। ধোঁয়ায় ভরে গেছে গোটা বিমানবন্দর চত্বর। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা।
বুধবার রাত ৯টা নাগাদ বিমানবন্দরে ৩ সি গেটের কাছে আগুন লেগে যায়। কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। কালো ধোঁয়ায় ঢেকে গেছে গোটা বিমানবন্দর চত্বর। রাত ৯.৩০টা অবধি পাওয়া খবর অনুযায়ী, আগুন নিয়ন্ত্রণে আসেনি। যুদ্ধকালীন তৎপরতায় দমকল আগুন নেভানোর চেষ্টা করছে।
কলকাতা বিমানবন্দর থেকে যাত্রীদের বেরেনোর একাধিক গেট। জানা গেছে, ৩ সি গেটের সামনে যে বেল্ট রয়েছে, রাতে সেই বেল্টেই আগুন লেগে যায়। আগুন বড় আকার নিয়েছে। ক্রমশ ছড়িয়ে পড়ছে। আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে। জানা গিয়েছে, বিমানবন্দর থেকে সব যাত্রীদের বের করে দেওয়া হয়েছে। গোটা চত্বর ঘিরে রেখেছে পুলিস ও সিআইএসএফ। বিমান ওঠানামায় কোনও প্রভাব পড়েছে কিনা তা এখনও জানা যায়নি।