Durga Puja Special: এবারের দুর্গাপুজো নিয়ে বিতর্কের শেষ নেই! জেনে নিন, কবে ষষ্ঠী, কখন অঞ্জলি, সন্ধিপুজোর সময়...
Red Eye Anjali Durga Puja: এবার দুর্গাপুজো নিয়ে নানা সংশয় তৈরি হয়েছে। প্রথমত, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী চারদিন নয়, পড়েছে তিন দিনের মধ্যে। কেননা, তিথির উপর তিথি এসে পড়েছে। এর উপর রয়েছে সূর্যোদয়ের জটিল হিসেব, এবং সেই হিসেবে কবে কোন তিথি মানবে বাঙালি, সেই নির্দেশিকা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার দুর্গাপুজো নিয়ে নানা সংশয় তৈরি হয়েছে। প্রথমত, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী চারদিন নয়, পড়েছে তিন দিনের মধ্যে। কেননা, তিথির উপর তিথি এসে পড়েছে। এর উপর রয়েছে সূর্যোদয়ের জটিল হিসেব, এবং সেই হিসেবে কবে কোন তিথি মানবে বাঙালি, সেই নির্দেশিকা। বিশেষজ্ঞেরা বলে থাকেন, আসলে তিথি সাধারণত ২৪ ঘণ্টারই হয়। তবে, তিথির সংকোচন-প্রসারণও হয়। তিথি কমে ১৫ ঘণ্টার কিংবা বেড়ে ২৯ ঘণ্টারও হতে পারে।
1/6
পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী
2/6
অষ্টমী, নবমী
photos
TRENDING NOW
3/6
দশমী
4/6
ভোর ৫টা ৪৫
5/6
অষ্টমীর অঞ্জলি
6/6
সন্ধিপুজো
photos