২০৫০ সালের মধ্যে সমুদ্রে বিলীন হতে পারে কলকাতা, হাওড়া, মেদিনীপুর ও মুম্বই

Oct 30, 2019, 22:58 PM IST
1/7

নিজস্ব প্রতিবেদন: জলবায়ু পরিবর্তনের জেরে মানচিত্র থেকে মুছে যেতে পারে কলকাতা ও মুম্বই। 

2/7

সাম্প্রতিক একটি গবেষণা রিপোর্টের দাবি, জলস্তর বাড়ায় ২০৫০ সালের মধ্যে ডুবে যেতে পারে ভারতের সমুদ্রতটের নিকটে থাকা এলাকা। এর মধ্যে রয়েছে কলকাতা ও মুম্বই। 

3/7

নিউজার্সির ক্লাইমেট সেন্টার গবেষণাপত্রে দাবি করা হয়েছে, ২০৫০ সালের মধ্যে সমুদ্রের জলস্তর এতটাই বেড়ে যেতে পারে যে তার জেরে গৃহহীন হতে পারেন ১৫ কোটি মানুষ।

4/7

নিউইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী, জলস্তর বাড়ায় ভেসে যেতে পারে বিশ্বের অন্যতম বৃহত্তম শহর মুম্বই। বিপদের মুখে দাঁড়িয়ে ভারতের বাণিজ্যনগরী।   

5/7

২০৫০ সালের মধ্যে মানচিত্র লাল রং দিয়ে সনাক্ত জায়গাগুলি চলে যেতে পারে জলের তলায়। এর মধ্যে রয়েছে হাওড়া ও মেদিনীপুরের একাংশও।      

6/7

দক্ষিণ মুম্বই ও শহরতলিও চলে যেতে পারে জলের তলায়।      

7/7

রাষ্ট্রসঙ্ঘের রিপোর্ট বলছে, সমুদ্রের জলস্তর ৫০ সেন্টিমিটার বাড়লেই বিশ্বের গুরুত্বপূর্ণ শহর চলে যেতে পারে জলের তলায়। ক্ষতিগ্রস্ত হতে পারেন কোটি কোটি মানুষ।