যাত্রীদের জন্য সুখবর, স্বচ্ছ ভারতের সঙ্গে তাল মিলিয়ে মানানসই হচ্ছে কলকাতা মেট্রো
|
Jul 03, 2019, 22:18 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: মেট্রো যাত্রীদের জন্য সুখবর। বলা ভাল স্বস্তির খবর। আগামী মাস থেকে সব স্টেশনেই থাকবে শৌচালয়। এতদিন পর্যন্ত এই সুবিধা মাত্র চারটি স্টেশনেই ছিল। 'পে অ্যান্ড ইউজ' পদ্ধতিতে শৌচালয় ব্যবহার করতে পারবেন যাত্রীরা।
2/5
শহর কলকাতার 'জীবনপথ' পাতাল রেল। কিন্তু মেট্রোর সব স্টেশনে নেই শৌচালয়। খোঁজ করতে হতো স্টেশনের বাইরে সুলভ শৌচালয়ের।
photos
TRENDING NOW
3/5
'স্বচ্ছ ভারত' অভিযান শুরু করেছে মোদী সরকার। তার সঙ্গে মেট্রোর শৌচালয়-হীন অবস্থা যেন বেশ বেমানান।
4/5
গতবছর মাত্র ৪টি স্টেশন- বেলগাছিয়া, শোভাবাজার, কবি সুভাষ ও নোয়াপাড়ায় শৌচালয়ের ব্যবস্থা করে কর্তৃপক্ষ। এবার যাত্রী সুবিধার্থে আগামী মাস থেকে সব স্টেশনেই থাকছে শৌচালয়।
5/5
কীভাবে এত তাড়াতাড়ি শৌচালয় নির্মাণ সম্ভব? মেট্রো স্টেশনে কর্মীদের জন্য থাকা শৌচালয়ই খুলে দেওয়া হচ্ছে যাত্রীদের জন্য। পে অ্যান্ড ইউজ পদ্ধতিতে টয়লেট ব্যবহার করা যাবে। স্বাভাবিকভাবেই স্বস্তির শ্বাস ফেলছেন পাতালরেলের যাত্রীরা।