Metro: পুজোর মুখে বাড়ছে ট্রেনের সংখ্যা, বাড়ল শেষ মেট্রোর সময়ও

Sep 03, 2021, 19:22 PM IST
1/6

বাড়ল ট্রেন

Increase number of trains

নিজস্ব প্রতিবেদন: যাত্রীদের আরও সুরাহা দিতে সোমবার থেকে বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা। বর্তমানে প্রতিদিন চলে ২৪০টি ট্রেন। তা আরও ৬টি বাড়ানো হচ্ছে। সোমবার থেকে চলবে ২৪৬টি ট্রেন।         

2/6

শেষ মেট্রোর সময় বাড়ল

Last Metro

সোম থেকে শুক্রবার পর্যন্ত ২ প্রান্তিক স্টেশন থেকে সকাল সাড়ে সাতটায় ছাড়বে ট্রেন। শেষ মেট্রো রাত সাড়ে ৯টায়। এত দিন রাত ৯ টায় ছাড়ত শেষ মেট্রো। 

3/6

৫ মিনিট অন্তর

5 minutes interval

সকাল ও সন্ধের ব্যস্ত সময়ে ৫ মিনিট অন্তর চলবে মেট্রো। এর মধ্যে ১৬৭টি ট্রেন চলাচল করবে কবি সুভাষ ও দক্ষিণশ্বরের মধ্যে।  

4/6

শনি-রবি স্পেশাল ট্রেন

Special Train

শনিবার চলবে ১৭৮টি স্পেশাল মেট্রো। তা ৬টি বাড়ানো হল। এই ট্রেনে জরুরি পরিষেবার সঙ্গে জড়িত কর্মীরা উঠতে পারবেন। রবিবার চলবে ১১৬টি স্পেশাল ট্রেন। 

5/6

টোকেন পরিষেবা নয়

No Token

এখনই কোনও টোকেন পরিষেবা চালু হচ্ছে না। স্মার্ট কার্ডে মেট্রো-সফর করতে হবে যাত্রীদের। 

6/6

সামনে পুজো

Durga Puja is coming

সামনে পুজো। পুজো উপলক্ষে ভিড় বাড়বে বলে মনে করছেন মেট্রো কর্তারা। ভিড় এড়িয়ে সামাজিক দূরত্ব যাতে মানা সম্ভব হয় সেজন্য বাড়ানো হল ট্রেনের সংখ্যা।