বিয়ের বছর ঘোরার আগেই বিচ্ছেদ তেজপ্রতাপ ও ঐশ্বর্যের?

Nov 02, 2018, 21:17 PM IST
1/7

ডিভোর্স লালুপুত্রের

LALU_7

বিয়ের ফুল ফোটার আগেই ডিভোর্স? সূত্রের খবর, বিবাহের বছর ঘোরার আগেই ডিভোর্সের আবেদন করলেন লালুপ্রসাদ যাদবের পুত্র তেজপ্রতাপ।

2/7

ডিভোর্স লালুপুত্রের

LALU_6

চলতিবছরের ১৪ মে সাত পাকে বাঁধা পড়েছিলেন তেজপ্রতাপ ও ঐশ্বর্য। পটনায় বিবাহের এলাহি আয়োজনও হয়েছিল। সেখানে হাজির হয়েছিল রাজনীতি থেকে বিনোদন জগতের পরিচিতরা। 

3/7

ডিভোর্স লালুপুত্রের

LALU_5

বিহারের ভেটেনারি কলেজে তেজপ্রতাপ ও ঐশ্বর্যার বিবাহে হাজিরা হয়েছিলেন নীতীশ কুমার, কেন্দ্রীয়মন্ত্রী রামবিলাস পাসোয়ান, সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং ও অভিষেকর মনু সিঙ্ঘভি। 

4/7

ডিভোর্স লালুপুত্রের

LALU_4

জানা গিয়েছে, পটনা কোর্টে ডিভোর্স ফাইল করেছেন তেজপ্রতাপ যাদব। 

5/7

ডিভোর্স লালুপুত্রের

LALU_3

ডিভোর্স ফাইল করার পর রাঁচিতে বাবা লালুপ্রসাদ যাদবের সঙ্গে দেখা করতে যান তেজপ্রতাপ। 

6/7

ডিভোর্স লালুপুত্রের

LALU_2

ডিভোর্স নিয়ে এখনও যাদব পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। তবে সূত্রের খবর, ডিভোর্সের আবেদনে তেজপ্রতাপ উল্লেখ করেছেন, তাঁদের মধ্যে বনিবনা হচ্ছিল না। 

7/7

ডিভোর্স লালুপুত্রের

LALU_1

বলে রাখি, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রিকা রাইয়ের নাতনি ঐশ্বর্য। ২০১৯ সালে সারন লোকসভা কেন্দ্রে তিনি দাঁড়াতে পারেন বলে জল্পনা চলছিল।