পাহাড়ের চূড়ায় ল্যান্ডমার্ক পুরুষ যৌনাঙ্গের প্রতিলিপির খোঁজ পেল পুলিস, চলছে তদন্ত

Dec 07, 2020, 19:29 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: জার্মান শহরের পাহাড়ের উপর আগেই ছিল ওই পুরুষ যৌনাঙ্গের প্রতিলিপি। কিন্তু হঠাৎই তা উধাও হয়ে যায়। সম্প্রতি আবারও ওই স্থানে দেখা গিয়েছে আগের চেয়েও 'শক্ত-বড় পুরুষ যৌনাঙ্গ'-এর প্রতিলিপি। 

2/6

3/6

কিন্তু কোথায় উধাও হয়ে গিয়েছিল? আবারও কীভাবে এটি চলে এল তাই নিয়ে তদন্ত শুরু করেছে পুলিস। 

4/6

জনপ্রিয় এই ভাস্কর্যটি মাসের গোড়ার দিকে  বাভেরিয়ান পর্বতমালা থেকে রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায়। জার্মান সংবাদ সংস্থা ডিপিএ জানিয়েছে, একটি নতুন এবং আরও শক্তিশালী" কাঠের খোদাইয়ের প্রতিলিপি এসেছে  সেই  জায়গায়।

5/6

অস্ট্রিয়া সীমান্তের কাছে ১,৭৩৪ মিটার পাহাড় গ্রুয়েটেনের চূড়া এখন একটি নতুন মূর্তিতে সজ্জিত। 

6/6

তবে এটি কীভাবে কখন পর্বতের শীর্ষে স্থাপন করা হয়েছে তা অস্পষ্ট। সিসিটিভি খতিয়ে দেখছে পুলিস। সম্প্রতি ওই পুরুষ যৌনাঙ্গ প্রতিলিপির ছবি ভাইরাল সোশাল মিডিয়ায়।