দু'ইঞ্চি লম্বা, ১০ গ্রাম ওজন! বিশ্বের সব থেকে ছোট দুটি বাঁদর দেখতে পিং-পং বলের মতো

Dec 07, 2020, 17:00 PM IST
1/5

বিশ্বের সব থেকে ছোট দুটি বাঁদর। তাও আবার যমজ! দেখতে যেন একেবারে পিং-পং বলের মতো।

2/5

ইংল্যান্ডের চেস্টার চিড়িয়াখানায় জন্ম নিল বিশ্বের সব থেকে ছোট দুটি বাঁদর। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা পিগমি মার্মাসেটস প্রজাতির।   

3/5

বাঁদর দুটি দুইঞ্চি লম্বা। আর ওজন মাত্র ১০ গ্রাম। এই প্রজাতির বাঁদর পেরু, ব্রাজিল, ইকুয়েডর ও দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি বৃষ্টিচ্ছায় অরণ্যে দেখা যায়।

4/5

বাচ্চাগুলির লিঙ্গ নির্ধারণ অবশ্য এখনও করতে পারেনি চিড়িয়াখানা কর্তৃপক্ষ। জন্মের পরই দুটি বাচ্চা তাদের মায়ের কাঁধে, কোলে রয়েছে।

5/5

বাচ্চা দুটির বাবা-মায়ের নাম জো আর বাল্ড্রিক। জো-এর বয়স তিন ও বাল্ড্রিকের চার।