ছবি: একুশের আবেগ, ভারত-বাংলাদেশ সীমান্তে উদযাপিত হল ভাষা দিবস

Feb 21, 2020, 14:07 PM IST
1/5

কমলাক্ষ ভট্টাচার্য: আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশে এদিন ভারত-বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল ও বেনাপোল এ অনুষ্ঠিত হয় মাতৃভাষা দিবস।

2/5

প্রথমে দুই দেশের প্রতিনিধিরা নোম্যান্সল্যান্ডে শহীদ বেদিতে মাল্যদান করেন। মাল্যদানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। উপস্থিত ছিলেন বাংলাদেশের পক্ষে যশোর ৫ নম্বর সংসদের এমপি স্বপন ভট্টাচার্য্য।

3/5

নোম্যান্সল্যান্ডে মাল্যদানের পর ভারতের প্রতিনিধিরা বেনাপোলে অনুষ্ঠানে যান এবং তারপর অনুষ্ঠান শেষে বাংলাদেশের প্রতিনিধিরা আসেন ভারতের অনুষ্ঠানে। 

4/5

শহীদ বেদীতে মাল্যদান এরপর দুই দেশের বার্তা দুই দেশের মাঝের কাঁটাতার উঠে যাক।   

5/5

পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এর মঞ্চ থেকে নো এনআরসি, নো সিএএ বার্তা দেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর দাবি, ভাষা আন্দোলনের মতোই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আরও একটি রক্ত ঝরানো আন্দোলন শুরু হয়েছে পশ্চিমবঙ্গের।