মধ্যবিত্তের কপালে হাত, লক্ষ্মীপুজোর দিন আগুন দাম বাজারে

Oct 30, 2020, 10:41 AM IST
1/7

অয়ন ঘোষাল: করোনা এবং লকডাউনে ব্যবসায়ীদের সর্বনাশ। দুর্গাপুজোয় ব্যবসা গিয়েছে মন্দায়। তাই লক্ষ্মীপুজোকে পাখির চোখ করেছেন ব্যবসায়ীরা।

2/7

এবার এক ভিন্ন আবহে আসছেন ধনদেবী। বহু বাড়িতেই পুজো হবে ছোট করে। ফল, ফুল, সবজি থেকে শুরু করে প্রতিমা কেনাকাটায়  করতে হচ্ছে কাটছাঁট। কারণ বাজারের আগুন দাম।

3/7

কোন জিনিসের কত দাম? জেনে নিন

4/7

চন্দ্রমুখী আলু  ৩৮ প্রতি কেজি পিঁয়াজ ১০০ প্রতি কেজি শসা ৮০ প্রতি কেজি ঢ্যাঁড়স ৭০ টাকা প্রতি কেজি গাজর ১০০টাকা প্রতি কেজি ক্যাপসিকাম ২৩০ টাকা কেজি    

5/7

টম্যাটো  ৮০ টাকা প্রতি কেজি লঙ্কা ১৮০ টাকা প্রতি কেজি বাঁধাকপি ৫০ টাকা প্রতি কেজি সিম  ১৫০ টাকা প্রতি কেজি বেগুন ৭০ টাকা প্রতি কেজি করলা ৮০ টাকা প্রতি কেজি পটল  ৬০ টাকা প্রতি কেজি

6/7

আপেল ১০০ জলপাই ৬০ পেয়ারা ৬০ মৌসাম্বি ৮০ শাকালু ৯০ কাঁঠালি কলা ৪ পিস ২৫ টাকা বাতাবি লেবু ছোট সাইজ ২০ টাকা পিস

7/7

ফলমূল থেকে আনাজপাতি ।  সব জায়গায় কেনাকাটা চললেও অন্য বারের মতো নয়। করোনা আবহে  অনেকের কাজকর্ম বন্ধ। ট্রেন চলছে না।  সাত মাস ধরে ব্যবসায় ভাঁটার টান । দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ব্যবসায়ীরা  কিছু আঁকড়ে ধরে বাঁচতে চাইছেন।