রাহুলের জন্যই দল ও মন্ত্রিত্ব ছেড়েছিলাম, ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন বিদেশমন্ত্রী
Feb 10, 2019, 17:47 PM IST
1/6
s 6
দল ছাড়ার এতদিন পর প্রকাশ্যে রাহুল গান্ধীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ।
2/6
S 5
মাইসুরুতে কৃষ্ণ বলেন, রাহুল গান্ধীর ক্রমাগত নাক গলানোর কারণে সরকার ও দল ছাড়তে বাধ্য হয়েছিলাম।
photos
TRENDING NOW
3/6
S 4
কী ধরনের হস্তক্ষেপ? কৃষ্ণ জানিয়েছেন, মনমোহন সিংয়ের আমলে সাড়ে তিন বছর বিদেশমন্ত্রী ছিলাম। মনমোহনের এনিয়ে কোনও অভিযোগ ছিল না। কিন্তু সমস্যা ছিল রাহুল গান্ধীর।
4/6
S 3
কৃষ্ণের কথায়, রাহুল গান্ধী আমার সময়ে দলের কেউ ছিলেন না। দলের সাধারণ সম্পাদক পর্যন্তও ছিলেন না। কিন্তু দলের কাজে নাক গলাতেন। হঠাত্ করে তিনি একটা ফরমান জারি করলেন, দলে যাঁদের বয়স ৮০ হয়েছে তারা আর মন্ত্রী হতে পারবেন না। ওই কথা যখন আমার কানে এল তখনই আমি পদত্যাগ করে বেঙ্গালুরুতে ফিরে আসি।
5/6
S 2
ইউপিএ আমলে বেশ কিছু বিষয় ছিল যা মন্ত্রীরাও জানতে পারতেন না। একবার এক অর্ডিন্যান্সের ব্যাপারে মন্ত্রিসভায় আলোচনা হচ্ছিল। প্রকাশ্যে সেই অর্ডিন্যান্সের কপি ছিঁড়ে ফেলেন রাহুল।
6/6
s 1
কারও কাছে জবাবডিহি করতে হত না রাহুলকে। সংসদ কিংবা সরকারে উর্ধ্বে ছিলেন তিনি। তিনিই সিদ্ধান্ত নিতেন কোন অর্ডিন্যান্স জরুরি। বাকী সব ছিঁড়ে ফেলে দিতেন।