Rabindranath Tagore Death Anniversary: রবীন্দ্রনাথ 'বাঁদর' বলতেই ঘরের সকলে চমকে উঠলেন...
Rabindranath Tagore Death Anniversary: আগামী কাল, ৮ অগস্ট বাঙালির মন খারাপের দিন। আগামীকাল ২২ শ্রাবণ। ১৩৪৮ বঙ্গাব্দের এই দিনেই প্রয়াণ ঘটে রবীন্দ্রনাথ ঠাকুরের। তবে ইংরেজি তারিখ দেখলে আজই, এই ৭ অগস্টই তাঁর মৃত্যুদিন। ১৯৪১ সালের এই তারিখে তাঁর মৃত্যু ঘটেছিল জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। মৃত্যুর আগে বেশ কিছুদিন রোগভোগও করতে হয়েছিল কবিকে।
সৌমিত্র সেন: আগামী কাল, ৮ অগস্ট বাঙালির মন খারাপের দিন। আগামীকাল ২২ শ্রাবণ। ১৩৪৮ বঙ্গাব্দের এই দিনেই প্রয়াণ ঘটে রবীন্দ্রনাথ ঠাকুরের। তবে ইংরেজি তারিখ দেখলে আজই, এই ৭ অগস্টই তাঁর মৃত্যুদিন। ১৯৪১ সালের এই তারিখে তাঁর মৃত্যু ঘটেছিল জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। রবীন্দ্রনাথ বঙ্গ কাব্য-সাহিত্য-সংস্কৃতির এক পুরোধাপুরুষ। তাঁকে বাদ দিয়ে বাঙালির যাপন অসম্পূর্ণ। এহেন কবি-মনীষীর মৃত্যুতে বাঙালি শোকে মুহ্যমান হয়ে পড়েছিল। জীবৎকালেই কিংবদন্তি রবীন্দ্রনাথ বঙ্গজীবনে যেন একটা ফেনোমেনন হয়ে উঠেছিলেন। ভারাক্রান্ত মনে এ দিন বাঙালি রবীন্দ্র-তর্পণ করে থাকে। তবে সেই শোকনিমগ্ন গম্ভীর উদযাপনে রইল মননের দিশারি স্রষ্টাচূড়ামণি রবীন্দ্রনাথের চরিত্রের তুলনামূলক হালকা কয়েকটি দিক। যা জেনে হয়তো মন কিছুক্ষণের জন্য কবিশোক ভুলতেও পারবে।