পুজোয় বাংলার সুরাপ্রেমীদের জন্য সুখবর, আর ঝঞ্ঝাট পোয়াতে আর হবে না
Sep 27, 2019, 22:16 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: পুজোর মরসুমে সুরাপ্রেমীদের জন্য সুখবর! পুজোর দিনগুলিতে খোলা থাকবে রাজ্যের সবকটি মদের দোকানই।
2/5
২ অক্টোবরের পর থেকে দেওয়ালি এমনকি ভাইফোঁটা পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের লম্বা ছুটি। এমন ছুটির মরসুমে মদের দোকানগুলি বন্ধ থাকছে না।
photos
TRENDING NOW
3/5
রাজ্যে এখন বছরে সাড়ে ৪ দিন মদের দোকান বন্ধ থাকে- ২৬ জানুয়ারি, ১৫ অগাস্ট, ২অক্টোবর ও মহরমে এবং দোলের দিন বেলা ২টো পর্যন্ত। ফলে পুজোয় আর ঝঞ্চাট পোয়াতে হবে না।
4/5
আগে রাজ্যে ১২ দিন বন্ধ থাকত মদের দোকান। তার মধ্যে পুজোর কয়েকটা দিনও থাকত। কিন্তু ২০১৬ সালে সেই নিয়মে বদল আনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বন্ধ দিনের সংখ্যা কমিয়ে করা হয় সাড়ে চার দিন।
5/5
পুজোয় তাই নো টেনসন। আর তিন তারা ও তার বেশি হোটেলগুলিতে তো সম্বত্সর মেলে সুরা।