Scary Religious Places In India: দেশের এই ৯ ধর্মীয় স্থানে ভুলেও নয়! শিরদাঁড়া দিয়ে নামবে শীতল স্রোত...
List of 10 Scary Indian Horror Temples: কোথাও মানুষ নিজের গায়ে ঢালছেন ফুটন্ত জল! কোথাও বা ছাদে নিজেকে বেঁধে রাখছেন শিকল দিয়ে! কী অবিশ্বাস্য মনে হচ্ছে? বিশ্বাস করুন, এমনটাই ঘটে ভারতের বিভিন্ন মন্দিরে। ভগবানের সঙ্গেই বিচরণ ভূতের!
1/9
মহেন্দিপুর বালাজি মন্দির (রাজস্থান)
তালিকায় সবার আগে রাজস্থানের দৌসা জেলায় অবস্থিত মহেন্দিপুর বালাজি মন্দির। এখানে ভক্তরা হয় নিজের গায়ে ফুটন্ত জল ঢেলে প্রায়শ্চিত্ত করেন, নয় দেওয়ালে শিকল দিয়ে বেঁধে রাখেন। কালোজাদুর জন্য কুখ্যাত এই মন্দিরের চারপাশে প্রচুর অশুভ আত্মার বিচরণ বলেই মানুষের বিশ্বাস। এক্সরসিজমের প্র্যাকটিস এখানে অত্য়ন্ত চর্চিত।
2/9
হজরত সৈয়দ আলি মীরা দতর দরগা (গুজরাত)
photos
TRENDING NOW
3/9
শ্রী কাস্থভঞ্জন দেব হনুমানজি মন্দির (গুজরাত)
4/9
দেবী মহারাজ মন্দির (মধ্য়প্রদেশ)
মধ্য়প্রদেশের দেবী মহারাজ মন্দিরেরও নাম উঠে এসেছে বারবার। মানুষ এখানে অশুভ আত্মা থেকে মুক্তি পেতে তাদের হাতের তালুতে কর্পূর জ্বালায়। পূর্ণিমার রাতে মানুষ আত্মা থেকে মুক্তি পেতে এই মন্দিরে আসেন। পবিত্র ঝাড়ু হাতে লোকের দৌড় দেখা যায় এখানে। মন্দিরে প্রতি বছর একটি ভূতমেলা হয়। সেখানে অদ্ভুত কিছু ঘটনা ঘটে।
5/9
দত্তাত্রেয়া মন্দির (গঙ্গাপুর)
কর্ণাটকের গঙ্গাপুর গ্রামে রয়েছে দত্তাত্রেয়া মন্দির। এক অদ্ভুত মন্দির। এখানে এসে মানুষ নিজেদের ছাদে ঝুলিয়ে দেয়। এরপর ভগবানকে গালিগালাজ করে। অমাবস্যা এবং পূর্ণিমার সময় মানুষ এখানে আসেন এবং সবাই একত্রিত হয়ে 'মহামঙ্গল আরতি' করেন। সকাল সাড়ে এগারোটায় শুরু। মানুষ বিশ্বাস করেন যে, তাঁদের মধ্য়ে অশুভ আত্মা বিরাজ করছে বলেই, তারা ভগবানকে গালাগালি করেন।
6/9
নিজামুদ্দিন দরগা (নয়াদিল্লি)
7/9
চণ্ডী দেবী মন্দির (হরিদ্বার)
8/9
(হরসু ব্রহ্ম মন্দির, বিহার)
উত্তরপ্রদেশ-বিহার সীমান্তে রয়েছে হরসু ব্রহ্ম মন্দির। অশুভ আত্মার হাত থেকে রেহাই পেতেই মানুষ এই মন্দিরে আসেন। এক হতাশ ব্রাহ্মণের আত্মার বাড়ি বলে মনে করা হয় এই মন্দিরকে। যিনি চেয়েছিলেন মানুষ তার পুজো করুক। এটা বলা হয় যে লোকেরা এখানে বাজে আত্মা, বা রাক্ষস, যে নামে আপনি ডাকেন, তার হাত থেকে মুক্তি পেতে আসে।
9/9
সন্ত সাবির শাহ দরগা ( চৈনপুর)
চৈনপুর হল ভারতের উত্তর-পূর্ব ভারতের বিহার রাজ্যের সহরসা জেলার বৃহত্তম গ্রামগুলির মধ্যে একটি। এখানেই রয়েছে সন্ত সাবির শাহ দরগা। এখানেও মানুষ দেওয়ালে শিকল দিয়ে নিজেকে বেঁধে রাখেন। অশুভ আত্মার হাত থেকে রেহাই পেতেই মূলত মানুষ আসেন। এটি একটি ভীতিকর এবং অস্বস্তিকর জায়গা, এই মন্দির অতৃপ্ত আত্মার নিয়ন্ত্রণে বলেই মনে করেন অনেকে। এখানে মহিলার অন্য জাগতিক অবস্থার মধ্য়ে দিয়েই প্রার্থনা করছেন।
photos