২০০৭ এর পর রেকর্ড! এক ধাক্কায় অস্বাভাবিক হারে কমলো পেট্রোল-ডিজেলের বিক্রি

May 09, 2020, 10:44 AM IST
1/5

1

1

দেশজুড়ে লকডাউনে স্তব্ধ জনজীবন। ফলে জ্বালানীর চাহিদা কমেছে ৪৫.৮ শতাংশ। ২০০৭ এর পর এতটা আর কমেনি।

2/5

2

2

এপ্রিলের প্রথম ২ সপ্তাহে অন্য মাসের তুলনায় ৫০ শতাংশ কম তেল বিক্রি হয়েছে।

3/5

3

3

২০২০ সালে দেশে তেলের চাহিদা ২.৪ শতাংশ বাড়বে বলে পূর্বাভাস দিয়েছিল আন্তর্জাতিক শক্তি সংস্থা(আইইএ)। এখন বলা হচ্ছে, চাহিদা বাড়া তো দূরের কথা বছর শেষে ভারতে জ্বালানি তেলের ব্যবহার ৫.৬ শতাংশ কমে যাবে।

4/5

4

4

দেশে পেট্রোলের ব্যবহার কমেছে ৬০.৬ শতাংশ। ডিজেলের ব্যবহার কমেছে ৫৫.৬ শতাংশ।

5/5

5

5

এদিকে লকডাউনের বাজারে রান্নার গ্যাসের ব্যবহার বেড়েছে ১২.১ শতাংশ অর্থাত্ ২১.৩ লাখ টন।