একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না কংগ্রেস, ১৬০ পার করতে পারবে না বিজেপি: সিব্বল

May 05, 2019, 18:40 PM IST
1/5

S 5

S 5

লোকসভা নির্বাচনে কংগ্রেসের একার পক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কোনও সম্ভাবনাই নেই। জানিয়ে দিলেন কংগ্রেস নেতা কপিল সিব্বল। সংবাদসংস্থা আইএএনএস-কে দেওয়া এক সাক্ষাতকারে একথা বলেন কংগ্রেস নেতা।

2/5

S 4

S 4

দলের ফলাফলের ব্যাপারে ভবিষ্যতবাণী করলেও তিনি জানিয়েছেন, ইউপিএতে কোনও বিভেদ নেই। ফলাফলের পর সরকার গঠন করতেও পারে ইউপিএ।

3/5

S 3

S 3

সিব্বল বলেন, কংগ্রেস যদি সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ব্যাপারে নিশ্চিত হতো তাহলে তারা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করতো।

4/5

S 2

S 2

সিব্বলের ভবিষ্যতবাণী, আমার জানি আমরা ২৭১ আসন পাব না। কিন্তু বিজেপিও ১৬০ এর বেশি আসন পাবে না।

5/5

s 1

s 1

কংগ্রেস ভালো ফল করলে কে ইউপিএর প্রধানমন্ত্রী হবে। সিব্বল বলেন, ২৩ আসুক। তার পর না হয় তা ঠিক করবে ইউপিএ।