রাহুলের মনোনয়ন নিয়ে মোদীর মন্তব্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়নি, সাফ জানাল নির্বাচন কমিশন

May 01, 2019, 09:29 AM IST
1/5

S 5

S 5

মহারাষ্ট্রের ওয়ার্ধায় করা প্রধানমন্ত্রী মন্তব্য নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেনি বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। ওই সভায় ওয়ানাডে রাহুল গান্ধীর মনোনয়ন নিয়ে হিন্দুদের জড়িয়ে তির্যক মন্তব্য করেন মোদী।

2/5

S 4

S 4

এই প্রথম প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ওঠা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নিয়ে পদক্ষেপ নিল নির্বাচন কমিশন।

3/5

S 3

S 3

কী বলেছিলেন নরেন্দ্র মোদী? ১ এপ্রিল ওয়ার্ধার ওই সভায় কংগ্রেসের বিরুদ্ধে হিন্দুদের অপমান করার অভিযোগ আনেন মোদী।

4/5

S 2

S 2

মোদী এদিন বলেন, যেখানে হিন্দুদের সংখ্যা বেশি সেখানে এখন লড়াই করতে ভয় পাচ্ছে কংগ্রসে। তাই যেখানে হিন্দুদের সংখ্যা কম সেখানেই তাদের লড়াই করতে হচ্ছে। এভাবেই হিন্দুদের অপমান করছে কংগ্রেস।

5/5

s 1

s 1

মোদীর ওই মন্তব্যকে বিদ্বেষমূলক বলে নির্বাচন কমিশনে অভিযোগ করে কংগ্রেস। তবে মোদীর ওই মন্তব্যের মধ্যে আচরণবিধি লঙ্ঘন হয়নি বলেই মনে করছে নির্বাচন কমিশন।