শেষ দফার আগে পাহাড়ে দিলীপ, দিল্লিতে মুকুল, কলকাতায় থাকতে চেয়ে কমিশনকে চিঠি কৈলাসের

May 17, 2019, 22:16 PM IST
1/5

অঞ্জন রায়: সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণে যে ৯টি কেন্দ্র রয়েছে, তার মধ্যে রয়েছে উত্তর-দক্ষিণ কলকাতা ও যাদবপুর। মুরলীধর সেন লেনে বিজেপির রাজ্য দফতর পড়ছে উত্তর কলকাতা কেন্দ্রের আওতায়। সে জন্য ভোটের আগে কলকাতা ছাড়লেন বিজেপি নেতারা। তবে কলকাতায় থাকতে চেয়ে নির্বাচন কমিশনের কাছে অনুমোদন চেয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। 

2/5

মুকুল রায় দিল্লির ভোটার। ফলে তাঁর পক্ষে কলকাতায় থাকা সম্ভব নয়। তিনি চলে গিয়েছেন দিল্লিতে। 

3/5

দিলীপ ঘোষ আবার ঝাড়গ্রামের ভোটার। তাঁর কেন্দ্রে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। সে কারণে গরমের মধ্যে একটু জিরোতে দার্জিলিঙে পাড়ি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।   

4/5

শিবপ্রকাশ, অরবিন্দ মেনন, রামগোপাল থেকে বিজেপি ছোট-বড় ভিন রাজ্যের নেতারা ইতিমধ্যেই শহর ছেড়েছেন। 

5/5

এমতাবস্থায় রাজ্যে অভিভাবকহীন বিজেপির হাল ধরে রয়েছেন কৈলাস বিজয়বর্গীয়। শহরে ভোটের দিন থাকার জন্য বিশেষ অনুমোদন চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়।