1/6
2/6
শুক্রবার রাতেই কলকাতা পুলিস কমিশনার পদ থেকে অনুজ শর্মাকে সরিয়ে নতুন নগরপাল করা হয় রাজেশ কুমারকে। রাজীব কুমাকে সরিয়ে অনুজ শর্মাকে কলকাতা পুলিস কমিশনার পদে মাত্র ২ মাস আগেই নিয়োগ করা হয়েছিল। একইসঙ্গে বদলি করা হয়েছে বিধাননগরের পুলিস কমিশনার জ্ঞানবন্ত সিংকেও। তাঁর জায়গায় বিধাননগর পুলিসের কমিশনার করা হয়েছে নটরাজন রমেশ বাবুকে। দুই অফিসারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছিলেন বিরোধীরা।
photos
TRENDING NOW
3/6
কমিশনের সিদ্ধান্তের পর মমতা চিঠিতে লিখেছিলেন, 'কমিশনের সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট ও প্ররোচিত। বিজেপি নেতারা অভিযোগ করার পরই অফিসার বদলে দেওয়া হচ্ছে'। পরে জি ২৪ ঘণ্টায় একান্ত সাক্ষাত্কারে তৃণমূল নেত্রী দাবি করেছিলেন, এক গদ্দারের কথায় চলছে নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রী নিজেই একটি টিভি চ্যানেলে স্বীকার করেছিলেন, বাংলায় আইনশৃঙ্খলার অবনতি হওয়ায় সাত দফায় ভোট করাচ্ছেন।
4/6
5/6
6/6
photos