1/10
গতবার বিশ্বভারতীর সমাবর্তনে এসেছিলাম। আজ নতুন ভারতের উত্থানে আপনাদের সকলের আশীর্বাদ নিতে এসেছি। প্রথম তিন দফার ভোটগ্রহণের পর যে রিপোর্ট আসছে, তাতে স্পষ্ট, দিদির সূর্য পশ্চিমবঙ্গে অস্ত যেতে চলেছে। সিন্ডিকেটের শাসন কাঁপছে। বাংলার ভালবাসা ও আশীর্বাদ আমার জীবনের শক্তি হয়ে গিয়েছে। আপনাদের ধন্যবাদ। দিদি বুঝতে পেরে গিয়েছেন, যত সমস্যা তৈরি করবেন তত বেশি পদ্ম ফুটবে। সিংহাসন টলমল হচ্ছে দিদির। ওনার গুন্ডারা আশঙ্কিত হয়ে পড়েছেন।
2/10
photos
TRENDING NOW
3/10
4/10
5/10
6/10
7/10
মমতা আমার বিদেশ সফর নিয়ে প্রশ্ন তুলেছেন। আমার বিদেশ সফরে লাভ হয়েছে দেশেের। গোটা দুনিয়া এখন আমাদের পাশে। বিগত সরকারের আমলে চড়া দামে তেল-গ্যাস কিনতে হত দেশকে। ২০ বছরে চুক্তি হত। ওই একই দাম থাকত। আমরা বন্ধুত্বপূর্ণভাবেই দাম অর্ধেক কমিয়েছি। রমজান মাসে আরবে বন্দি ভারতীয়দের ফিরিয়েছি। হজযাত্রীদের সংখ্যা আরও ২ লক্ষ বাড়ানোর আবেদন করেছিলাম। সাড়া দিয়েছে সৌদি আরব।
8/10
9/10
10/10
আয়ুষ্মান ভারত আটকে দিয়েছেন। বাংলাদেশ থেকে লোক এনে মোদীকে হঠাতে চান। পিএম কিষান সম্মান যোজনায় প্রতিটি কৃষকের খাতায় পয়সা জমা করাতে চায় মোদী সরকার। কিন্তু সেই তালিকা দিতে চায়নি রাজ্য। স্পিডব্রেকার দিদিকে সরাতে দরকার চৌকিদার। নির্বাচন কমিশনকে ধন্যবাদ, যতটা সম্ভব চেষ্টা করেছেন। এবার দিদি নির্বাচন কমিশনকে গালি দিচ্ছেন। পদ্ম প্রতীকে বোতাম টিপুন। সোজা মোদীর খাতায় চলে যাবে।
photos