সুতপা সেন: বাবা মুকুল রায় ২০১৭ সালের নভেম্বরে তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। কিন্তু ছেলে শুভ্রাংশু রায় রয়ে গিয়েছেন তৃণমূলেই। সেই বীজপুরের বিধায়কই কি এবার বাবার দলে যেতে চলেছেন?
2/5
তৃণমূলে ভাঙন ধরাচ্ছেন মুকুল রায়। অনুপম হাজরা, সৌমিত্র খাঁ ও অর্জুন সিংদের হাতে ধরিয়েছেন পদ্ম পতাকা। কিন্তু ছেলে শুভ্রাংশু রায় বারাকপুরেই দীনেশ ত্রিবেদীর প্রচারে নেমেছেন।
photos
TRENDING NOW
3/5
মুকুল রায় দলছাড়ার পর তৃণমূলে খানিকটা কোণঠাসা হয়ে পড়েছিলেন শুভ্রাংশু। বাবা-ছেলের যোগ নিয়ে উঠেছিল প্রশ্ন। কিন্তু এবার ফেসবুকে শুভ্রাংশুর একটি পোস্ট ঘিরে উঠছে প্রশ্ন। ফেসবুকে মুকুলপুত্র লিখেছেন,'অপমান হতে হতে দেওয়ালে ঠেকেছে পিঠ, অগ্নিপরীক্ষা দিতে দিতে হৃদয়টা পুরো ঝলসে গেছে'।
4/5
শুভ্রাংশু রায়ের পোস্ট ঘিরে তুঙ্গে জল্পনা। বার্তাটা স্পষ্ট, তৃণমূলে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে তাঁর। তৃণমূলে এখনও বিশ্বাস অর্জন করতে পারেননি তিনি।
5/5
সূত্রের খবর, শুভ্রাংশু রায় লোকসভা ভোট শেষ হওয়ার আগে বিজেপিতে যোগদান করতে চলেছেন। বাবার পথেই হাঁটতে চলেছেন পুত্র শুভ্রাংশু রায়।