নিজস্ব প্রতিবেদন: শ্রীরামপুরের সভা থেকে মমতা-অভিষেককে নিশানা করলেন নরেন্দ্র মোদী। বললেন, দিল্লি তো আসলে দিদির বাহানা। ভাইপোকে বসাতে চাইছেন।
2/4
এদিন মোদী বলেন,''চিটফান্ডের নামে গরিব পরিবারকে জীবন হারাতে হয়েছে। তাঁদের চোখের জলের জবাব দেবে জনতা। আপনারা আশ্বস্ত থাকুন স্পিডব্রেকার দিদির সারদা কেলেঙ্কারি থেকে নিজের নেতা, গুন্ডাদের বাঁচাতে পারবেন না। পশ্চিমবঙ্গের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে''।
photos
TRENDING NOW
3/4
মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি সভায় নিয়ম করে বলছেন, ৪২-এ ৪২টা আসন দিন, দিল্লি দখল করবে বাংলা। এদিন তারই পাল্টা দিলেন নরেন্দ্র মোদী।
মোদী আরও বলেন,''সরস্বতী পুজো ও কালীপুজো করার আগে বাংলায় শতবার চিন্তা করতে হয়। থরথর করে কাঁপছেন মানুষ। রাম নবমীর মিছিল ভয়ের আবহে বের হচ্ছে। এটা দিদির দমননীতি''।
4/4
তাঁর খোঁচা, অনু্প্রবেশকারীরা আনন্দে বাঁচছেন। দেশভক্ত, রামভক্ত, দুর্গাভক্তরা ভয়ের মধ্যে পরিবেশে রয়েছেন।