'মা' ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা শিখরে পৌঁছে ছিল এই ঝিলিক চরিত্রটি। সেসময় ঝিলিক নামেই তাঁকে বাঙালির ঘরে ঘরে চিনত বললে ভুল হয় না।
2/20
ঝিলিকের আসল নাম তিথি বসু। (ছবি- তিথি বসুর ফেসবুক ও ইনস্টাগ্রাম)
photos
TRENDING NOW
3/20
২০০০ সালে জন্ম হয় তিথির। বর্তমানে তিনি টালিগঞ্জের রানীকুঠি এলাকার বাসিন্দা। (ছবি- তিথি বসুর ফেসবুক ও ইনস্টাগ্রাম)
4/20
মাত্র ৩ বছর বয়স থেকেই অভিনয়ে হাতেখড়ি হয় তিথির। (ছবি- তিথি বসুর ফেসবুক ও ইনস্টাগ্রাম)
5/20
২০০৯ সালে মা ধারাবাহিকের মাধ্যমেই পরিচিত মুখ হয়ে ওঠেন তিথি বসু। (ছবি- তিথি বসুর ফেসবুক ও ইনস্টাগ্রাম)
6/20
মা ধারাবাহিকের জন্য ঝিলিক নাকি এপিসোড পিছু ৭ হাজার টাকা করে পারিশ্রমিক পেতেন বলে জানা যায়।
7/20
রানীকুঠির জিডি বিড়লা স্কুলের ছাত্রী ছিলেন তিথি। (ছবি- তিথি বসুর ফেসবুক ও ইনস্টাগ্রাম)
8/20
বর্তমানে অবশ্য স্কুলের পাঠ শেষ করে আশুতোষ কলেজে ভর্তি হয়েছেন তিথি বসু ওরফে ঝিলিক। (ছবি- তিথি বসুর ফেসবুক ও ইনস্টাগ্রাম)
9/20
আশুতোষ কলেজে সাইকোলজি নিয়ে পড়াশোনা করছেন তিথি। (ছবি- তিথি বসুর ফেসবুক ও ইনস্টাগ্রাম)
10/20
তৃতীয় শ্রেণিতে পড়ার সময় থেকেই অভিনয়ের সুযোগ পান তিথি। (ছবি- তিথি বসুর ফেসবুক ও ইনস্টাগ্রাম)
11/20
সম্প্রতি, ১৮ পেয়ে ১৯ বছরে পা দিয়েছেন তিথি বসু।
12/20
দেবায়ুধ পাল নামে ছেলেটিই নাকি তিথির প্রেমিক। ভ্যালেন্টাইনস ডে-তে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবি থেকে এমনটাই মনে করছেন তিথির ভক্তরা। (ছবি- তিথি বসুর ফেসবুক ও ইনস্টাগ্রাম)
13/20
কোনওরকম প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই তিথি নাকি ছোট থেকেই ভালো অভিনয় করেন। (ছবি- তিথি বসুর ফেসবুক ও ইনস্টাগ্রাম)
14/20
তৃতীয় শ্রেণী থেকে নবম শ্রেণিতে পড়ার সময় পর্যন্ত তিথি মা ধারাবাহিকে অভিনয় করেন। (ছবি- তিথি বসুর ফেসবুক ও ইনস্টাগ্রাম)
15/20
মা ধারাবাহিকে অভিনয়ের জন্য টেলি সম্মান থেকে শুরু করে ২০ টিরও বেশি পুরস্কার পেয়েছেন তিথি। (ছবি- তিথি বসুর ফেসবুক ও ইনস্টাগ্রাম)
16/20
পোষ্যর সঙ্গে তিথি বসু। (ছবি- তিথি বসুর ফেসবুক ও ইনস্টাগ্রাম)
17/20
মায়ের সঙ্গে অভিনেত্রী তিথি বসু। (ছবি- তিথি বসুর ফেসবুক ও ইনস্টাগ্রাম)
18/20
বাংলাদেশের অভিনেতা হাসান জাহাঙ্গিরের সঙ্গে বিয়ের সাজে ঝিলিকের এই ছবিটি কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল। জানা যায় বাংলাদেশে একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ের জন্যই এই সাজে সেজেছিলেন তিথি। (ছবি- ছবি ফেসবুক )
19/20
হৈমন্তী বলে বাংলাদেশের একটি ছবিতেও অভিনয় করেন তিথি বসু। (ছবি- তিথি বসুর ফেসবুক ও ইনস্টাগ্রাম)