ফ্ল্যাটের দখল পেতে সুপ্রিম কোর্টে দৌড়লেন মহেন্দ্র সিং ধোনি। বিতর্কিত আম্রপালি গ্রুপের ওই ফ্ল্যাট যাতে বাতিল না হয়ে তা ঠেকাতে মরিয়া মাহি।
2/6
S 5
নয়ডায় সেক্টর ৪৫-এ ৫৮০০ বর্গ ফুটের ওই ফ্ল্যাটটি মাহি কিনেছিলেন মাত্র ২০ লাখ টাকায়। ২০০৯ সালে কেনা ওই ফ্ল্যাটটির বাজারমূল্য সেসময় ছিল ১ কোটি ২৫ লাখ টাকা।
photos
TRENDING NOW
3/6
S 4
এরকম জলের দামে দেশের প্রভাবশালীদের ফ্ল্যাট পাইয়ে দেওয়া নিয়ে অভিযোগ উঠতে থাকে নির্মাতা সংস্থা আম্রপালি গ্রুপের বিরুদ্ধে। শুরু হয় তদন্ত।
4/6
S 3
রবি ভাটিয়া ও পবন কুমার আগরওয়ালকে নিয়ে গঠিত একটি অডিট কমিটি লক্ষ্য করে ধোনির মতো ৬৫৫ জনকে জলের দরে ফ্ল্যাট বিক্রি করে দিয়েছে ওই নির্মাতা সংস্থা। এখন ওই সব ফ্ল্যাট বিলি বাতিল হওয়া সম্ভাবনা তৈরি হয়েছে।
5/6
S 2
কীভাবে এত কম দামে ৫ কামরার ওই ফ্ল্যাট পেলেন তার জবাব দিতে বলা হয় ধোনিকে। পাশাপাশি আম্রপালি গ্রুপের সঙ্গে তাঁর আর্থিক লেনদেনের বিস্তারিত তথ্য দিতে বলা হয় মাহিকে।
6/6
s 1
এদিকে ধোনি ছিলেন আম্রপালি গ্রুপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর। মাহি অডিটরদের জানান, আম্রপালি তাঁর পাওনা টাকা দিতে পারেনি। সেজন্যই তাঁকে ওই জলের দরে ফ্যাট দিয়েছে আম্র্পালি।