নতুন রূপে মাঝের হাট ব্রিজ, ভারী গাড়ি উঠলেই ফোনে আসবে সংকেত

Oct 14, 2020, 11:55 AM IST
1/9

শ্রেয়শী গঙ্গোপাধ্যায়: নতুন রূপে মাঝের হাট ব্রিজ। লাইনের উপরের অংশ ঝুলন্ত। 

2/9

বছর দুয়েক আগে, ভার সইতে না পেড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ব্রিজ। আহত হয়েছিল একাধিক মানুষ। মৃত্যুও হয় বেশ কিছু জনের। 

3/9

 তাই এবার ব্রিজের ক্ষমতা অনুযায়ী যাতে গাড়ি ওঠে সেই দিকেই মূলত নজর। 

4/9

নতুন ব্রিজে থাকছে অত্যাধুনিক ব্যবস্থাপনা। 

5/9

৮৪ টি কেবলে ঝুলেবে লাইনের উপরে থাকা অংশ । 

6/9

সেই কেবেলেই থাকছে বিশেষ যন্ত্রাংশ। 

7/9

কীভাবে কাজ করবে সেই যন্ত্র? নির্দিষ্ট ওজনের এর বেশি লোড ব্রিজে উঠলেই সরাসরি অধিকারিকদের মোবাইলে যাবে সংকেত।। 

8/9

আর সেই সংকেত দেখে সচেতন হবেন ব্রিজ নির্মাণের আধিকারিকরা। 

9/9

ব্রিজের কেবল বসানোর কাজ শেষ হয়েছে ইতিমধ্যেই।চার লেনের ব্রিজ এখন আগের থেকে অনেকটাই চওড়া। ফলে যানজটের সম্ভাবনা কম থাকবে।