করোনা সংক্রমণ থেকে সরকারী কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

Jul 16, 2020, 18:59 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন : করোনার প্রকোপ বেড়েই চলেছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।   

2/6

এই পরিস্থিতিতে সরকারি অফিসে কর্মীদের হাজিরা দেওয়ার সংখ্যায় কাটছাঁট করার সিদ্ধান্ত নিল সরকার।

3/6

৭০ শতাংশ নয়, তার বদলে ৫০ শতাংশ কর্মী নিয়ে এবার থেকে অফিস চলবে। প্রসঙ্গত, কদিন আগেই অর্ডার বেরিয়েছিল সরকারি কর্মীদের ৭০ শতাংশ অফিসে আসবেন।   

4/6

তাঁরা ২টো শিফটে কাজ করবেন। কিন্তু এখন যেহেতু করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। তাই ফের সিদ্ধান্ত বদল করল রাজ্য সরকার।   

5/6

৭০ থেকে কমিয়ে ৫০ শতাংশ কর্মী নিয়ে সরকারি অফিসে কাজ করার কথা এদিন সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী।  

6/6

অর্থাৎ একদল আজকে অফিসে এলে, বাকি ৫০ শতাংশ কর্মী পরদিন আসবেন। একদিন বাদে বাদে অফিস আসবেন সরকারি কর্মীরা।