স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Feb 22, 2019, 18:35 PM IST
1/7

পরিবারের মহিলাদের নামেই হবে স্বাস্থ্যসাথীর স্মার্ট কার্ড।

2/7

তারকেশ্বরের সভা থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

3/7

মুখ্যমন্ত্রী এদিন বলেন, " পরিবারের হেড আর পুরুষরা নন, মহিলারা। অন্তত  স্বাস্থ্যসাথীর স্মার্ট কার্ডের ক্ষেত্রে এটাই বাস্তব।'  

4/7

তিনি জানান, "এবার থেকে এই কার্ড দেওয়া হবে পরিবারের মহিলার নামে। পরিবারের প্রধান বা হেড হিসেবে।'

5/7

ওই কার্ড ব্যবহার করে মহিলার স্বামী, ছেলে, মেয়ে, শ্বশুর, শাশুড়ি চিকিৎসা করাতে পারবেন।

6/7

একইসঙ্গে ওই মহিলা নিজের ও তাঁর বাবা-মায়েরও চিকিৎসা করাতে পারবেন।

7/7

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড ব্যবহার করে সাধারণ অসুখে দেড় লাখ টাকা ও  ক্যান্সার বা এধরনের জটিল অসুখের ক্ষেত্রে ৫ লাখ খরচ করতে পারবে মানুষ।