৫৯৭ ফুটের ‘স্ট্যাচু অব ইউনিটি’ তৈরি করেছেন ৯৩ বছর বয়সী শিল্পী, জানেন তিনি কে?
Oct 31, 2018, 18:54 PM IST
1/9
শিল্পী রাম সুতার
স্ট্যাচু অব ইউনিটির ডিজাইনের ভাবনা জানেন কার মস্তিষ্কপ্রসূত?
2/9
শিল্পী রাম সুতার
মোদীর উজ্জ্বল উপস্থিতির ছায়া যদিও তিনি ঢাকা পড়ে গিয়েছেন, কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি শিরদাঁড়া এই ব্যক্তিই। পদ্মশ্রী ও পদ্মভূষণপ্রাপ্ত ভাস্কর্য শিল্পী রাম সুতার।
photos
TRENDING NOW
3/9
শিল্পী রাম সুতার
১৯২৫ সালে মহারাষ্ট্রের গন্ডুর গ্রামে জন্ম রাম সুতারের।
4/9
শিল্পী রাম সুতার
ভাস্কর্য নিয়ে উচ্চতর শিক্ষা নিতে মুম্বইয়ের স্যর জেজে স্কুল অব আর্টে ভর্তি হন। ১৯৫৩ সালে সেরা মূর্তি তৈরির জন্য স্বর্ণপদক পান রাম সুতার।
5/9
শিল্পী রাম সুতার
তবে, দেশজুড়ে খ্যাতি আসে যখন মধ্য প্রদেশের গান্ধী সাগর জলাধারে ৪৫ ফুটের চম্বল সৌধ বানান সুতার।
6/9
শিল্পী রাম সুতার
তাঁর এই শিল্পকার্যে মুগ্ধ হন তত্কালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু।
7/9
শিল্পী রাম সুতার
ভারতের সরকারি- বেসরকারি সংস্থার সঙ্গে সঙ্গে ফ্রান্স, ইতালি, আর্জেন্টিনা, রাশিয়া, ইংল্যান্ডে তাঁর শিল্পের জন্য সমাদৃত হন তিনি।
8/9
শিল্পী রাম সুতার
দেশে ৮ হাজারের বেশি ভাস্কর্য তৈরি হয়েছে তাঁর হাতেই।
9/9
শিল্পী রাম সুতার
আজকে নরেন্দ্র মোদীর বক্তৃতাতেও ৯৩বছর বয়সী শিল্পী রাম সুতারের প্রশংসা শোনা গিয়েছে। ১৯৯৯ সালে পদ্মশ্রী এবং ২০১৬ সালে পদ্মভূষণে সম্মানিত হন তিনি।