close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

শাড়িতে ব্রিটিশ যুবরানি মেগান মর্কেল, ভাইরাল ছবি

Apr 18, 2019, 17:42 PM IST
1/8

ভারত ভ্রমণে আসার সময় এদেশের ঐতিহ্যবাহী পোশাক শাড়ি পরেই এসেছিলেন বিট্রিশ রাজপরিবারে বধূ। সম্প্রতি প্রাক্তন হলিউড তারকা মেগানের শাড়ি পরা পুরনো ছবি ও ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

2/8

২০১৭ সালের জানুয়ারি মাসে ভারতে এসেছিলেন মেগান। তখনও প্রিন্স হ্যারির সঙ্গে বিবাহ-বন্ধবে আবদ্ধ হননি তিনি, পাননি 'ডাচেস অফ সাসেক্স'-এর তকমা। 

3/8

ডেইলি মেলে-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ল্ড ভিশন কানাডা অ্যাম্বাসডর তরফে কিছু সমাজসেবা মূলক কাজের জন্যই এদেশে এসেছিলেন মেগান। 

4/8

যদিও সেসময় সেসময় তাঁর বিয়ে না হলেও প্রিন্স হ্যারির সঙ্গে তাঁর প্রেমের খবর ততদিনে ছড়িয়ে পড়েছে।

5/8

 তবে মেগানের এই ভারত সফরের কোনও অফিসিয়াল ছবি বা ভিডিও প্রকাশ করা হয়নি।

6/8

তবে সম্প্রতি ব্রিটিশ সংবাদ সংস্থা ITV-র তরফে মেগানের ভারত সফরের কিছু ছবি প্রকাশ করা হয়েছে।

7/8

জানা যাচ্ছে ভারতে সফরে এসে দিল্লি ও মুম্বইয়ের বহু স্কুল পরিদর্শনে যান মেগান, স্কুলে ছাত্রীদের প্রয়োজনে যাতে স্যানিটারি ন্যাপকিন রাখা হয়, সেবিষয়ে প্রচার চালান মেগান মর্কেল।

8/8

মেগানকে স্যানিটারি ন্যাপকিন প্রস্তুতকারী মহিলাদের সঙ্গে কথা বলতেও দেখা যায়। কীভাবে এবিষয়ে মহিলাদের আরও বেশি সচেতন করা যায় সেবিষয়েও কথা বলেন তিনি।