চিনা ফোনকে টক্কর! ৩ নভেম্বর লঞ্চ করবে 'দেশী' Micromax-এর In সিরিজ

Oct 24, 2020, 15:48 PM IST
1/5

চিনা ফোন কোম্পানিগুলিকে টক্কর দিতে এবার আসরে নামল মাইক্রোম্যাক্স। আগেই জানা গিয়েছিল, নভেম্বরেই ইন সিরিজের ফোন লঞ্চ করবে মাইক্রোম্যাক্স। সেই মতো ইন সিরিজ ৩ নভেম্বর রিলিজ করবে বলে জানা যাচ্ছে।

2/5

একটা সময় মাইক্রোম্যাক্স ফোনের বাজারে চাহিদা ছিল। কিন্তু এর পর বাজার থেকে কার্যত ভ্যানিশ হয়ে যায় এই ফোন, টিভি প্রস্তুতকারক সংস্থা।   

3/5

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর হয়ে ওঠার ডাক দিয়েছিলেন। তাছাড়া চিনের সঙ্গে বিবাদের জেরে চিনা দ্রব্য বর্জনের ব্যাপারও ছিল। আর এরই মধ্যে সরকারি ভাতা নিয়ে বাজারে আসছে মাইক্রোম্যাক্স।  

4/5

৩ নভেম্বর এই সিরিজের ফোন লঞ্চ হবে। এই ফোনে থাকবে 5000mAh ব্যাটারি। MediaTeck Helio G35 প্রসেসর। সাড়ে ছয় ইঞ্চি HD+ ডিসপ্লে।  

5/5

এখনও নাম প্রকাশ করেনি সংস্থাটি। তবে নতুন এই সিরিজের ফোনের নাম  Micromax 1A হতে পারে বলে জানা গিয়েছে। দাম হতে পারে ১৫ হাজার টাকার মধ্যে। অর্থাত্, মেড ইন ইন্ডিয়া ফোন এবার মধ্যবিত্তের বাজেটের মধ্যে।