Mimi-Subhashree: মুখ্যমন্ত্রীর পুজোর উৎসবে একফ্রেমে শুভশ্রী-মিমি, গরহাজির দেব-নুসরত

Sep 01, 2022, 21:12 PM IST
1/6

মিমি-শুভশ্রী

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: একসঙ্গে ফ্রেমবন্দি হলেন দুই অভিনেত্রী মিমি চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রায় দীর্ঘ সময় পর একসঙ্গে দেখা গেল এই দুই তারকাকে। মিমির সঙ্গে প্রেম ভাঙার পরেই শুভশ্রীকে বিয়ে করেন রাজ চক্রবর্তী। ব্যক্তিগত জীবন নিয়ে একসময় কার্যত একে অপরের মুখ দেখতেন না এই দুই নায়িকা। তবে সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে মন, বদলেছে সমীকরণ। বেশ অনেকদিন পর একসঙ্গে ফ্রেমবন্দি হলেন দুই তারকা।  

2/6

শুভশ্রী

জাঁকজমকের সঙ্গে বাংলার দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতি উদযাপন করল রাজ্য সরকার। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বাংলার সবচেয়ে বড় উৎসবকে তুলে ধরার পাশাপাশি, আন্তর্জাতিক সংস্থার সদস্যদের সম্মান জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই নৃত্য অনুষ্ঠান করলেন শুভশ্রী।  

3/6

মিমি

ঐ অনুষ্ঠানেই অংশগ্রহণ করেছিলেন মিমি। হলুদ শাড়িতে, মাথায় জুঁই ফুলের মালায় মিমি সেজেছিলেন সাবেকি সাজে।  

4/6

শুভশ্রী-সায়ন্তিকা

শুভশ্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।  

5/6

সায়ন্তিকা

লাল শাড়িতে সায়ন্তিকা ছিলেন নজরকাড়া।  

6/6

কৌশানী

মিমির মতোই একই সাজে সেজেছিলেন কৌশানী মুখোপাধ্যায়ও। তবে এদিনের অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন দেব ও নুসরত। নুসরত ঘুরতে গেছেন আর দেব ব্যস্ত তাঁর আবাসনের পুজোয়। সে কারণেই উপস্থিত থাকতে পারেননি তাঁরা।