Mimi Chakraborty:ওড়িশায় 'খেলা যখন'-এর শুটিং শেষ, মন ভারাক্রান্ত মিমির

Sep 08, 2021, 17:37 PM IST
1/7

মিমি-অর্জুন জুটি

Mimi-Arjun

নিজস্ব প্রতিবেদন: অরিন্দম শীলের আগামী ছবি 'খেলা যখন'। ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে দেখা যাবে মিমি চক্রবর্তীকে। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী। 

2/7

মিমি-অর্জুন জুটি

on Screen couple

টেলিভিশনে একইসঙ্গে নিজেদের কেরিয়ার শুরু করেছিলেন তাঁরা। এরপর 'বাপি বাড়ি যা','ক্রিসক্রস' ছবিতেও একসঙ্গে অভিনয় করেছিলেন। এরপর অনেকদিন একসঙ্গে দেখা যায়নি তাঁদের।  

3/7

শুটিং ফ্লোর থেকে

from Shooting floor

কলকাতায় শুরু হয়েছিল ছবির শ্যুটিং। তবে চিত্রনাট্যের খাতিরে এই ছবির বেশিরভাগ অংশ শ্যুট হয় উড়িষ্যার ময়ূরভঞ্জে। 

4/7

নেপথ্যের কাহিনি

Behind the scene

'খেলা যখন' আদ্যপান্ত একটি থ্রিলার ছবি। ছবির সংলাপ ও চিত্রানাট্য লিখেছেন অরিন্দম শীল এবং অরিজিৎ বিশ্বাস।

5/7

হাসির মুডে

From the Floor

হাসি মজার মাঝখানেই এই ছবির শুটিং শেষ করলেন অভিনেত্রী। তাই শুটিং শেষে ভারাক্রান্ত মিমির মন। 

6/7

আড্ডা-গপ্পো

Team Discussion

শুটিংয়ের মাঝেই আড্ডা দিত গোটা টিম। সেই আড্ডার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। 

7/7

অ্যাকশন মুডে

In action

এই ছবিতে মিমির নাম উর্মি। ছবির জন্য মার্শাল আর্টের ট্রেনিংও নিয়েছেন অভিনেত্রী। বোঝাই যাচ্ছে ছবিতে বেশ ভালোরকম অ্যাকশন করতে দেখা যাবে তাঁকে।