ভাগ্যদেবী সহায় চাষির, ২০০ টাকার লিজের জমিতে মিলল লাখ লাখ টাকার অমূল্য রতন!

Dec 07, 2020, 18:31 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: 'ভগবান যখন দেন তখন নাকি হাত খুলে দেন', সত্যিই, ভাগ্যদেবী সহায় হলে আর দেখে কে! এই যেমন একজন চাষী রাতারাতি কোটিপতি হলেন স্রেফ ভাগ্যদেবীর দয়ায়।   

2/6

দিনকয়েক আগে একজন দরিদ্র কৃষককে ২৪ ঘণ্টার মধ্যে লাখপতি বানিয়ে দিলেন ভাগ্যদেবী।   

3/6

 এবার আসা যাক মোদ্দা কথায়। চাষী নিজেরই জমি থেকে পেলেন অমূল্য রত্ন। রাতারাতি ভাগ্যবদল হল তাঁর।

4/6

মধ্যপ্রদেশের বাসিন্দা সেই চাষি। ২০০ টাকা দিয়ে জমির ইজারা নিয়েছিলেন চাষের জন্য। চাষের কাজে জমিতে কোদাল চালাতেই ভাগ্যবদল। মাটির তলা থেকে বেরিয়ে এল হীরে।

5/6

গল্প হলেও সত্যি। সেই কৃষক নিজেও যেন এসব কিছু বিশ্বাস করতে পারছেন না। জানা গিয়েছে, ওই হীরের বাজারদর প্রায় ৬০ লাখ টাকা। কৃষক স্পষ্ট জানিয়েছেন, ওই টাকা তাঁর চার ছেলেমেয়ের পড়াশোনা কাজে লাগাবেন। 

6/6

চাষির নাম লক্ষ্মণ যাদব। একেবারে ছোট জমিটি ২০০ টাকায় লিজ নিয়েছিলেন। সেই জমি থেকে পাওয়া  হিরের ওজন ১৪,৯৮ ক্যারেট। ইতিমধ্যে, তিনি ওই হীরে বিক্রি করেছেন।