''দুটো জায়গায় এম এস ধোনি পকেটমারদের থেকেও ধূর্ত''

Aug 16, 2020, 17:17 PM IST
1/5

উইকেটের পিছনে থেকে তিনি গোটা দল পরিচালনা করেছেন। স্ট্র্যাটেজি সাজিয়েছেন। আবার নিজের দলের বোলারকে বিপক্ষ ব্যাটসম্যানের দুর্বলতা বলে দিয়েছেন। উইকেটের পিছনে ধোনি থাকা মানে যেন দলের বাকি সদস্যদের কাছে বাড়তি ভরসা।

2/5

নো লুক  স্টাম্পিং-এর আবিষ্কর্তা ধোনিকে এবার পকেটমারদের সঙ্গে তুলনা করলেন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী। 

3/5

শাস্ত্রী বললেন, ''দুটো জায়গায় ধোনি পকেটমারদের থেকেও ধূর্ত ও ফাস্ট। স্টাম্পিং আর রান আউট। ধোনি ন্যাচারাল উইকেটকিপা। ওর কিপিংয়ের অনেক কায়দা ও নিজেই আবিষ্কার করেছে।''

4/5

শাস্ত্রী আরও বললেন, ''অনেক সময় ব্যাটসম্যান বুূঝতেই পারে না যে কখন ধোনি স্টাম্পস উড়িয়ে দিয়েছে। ওর দুটো হাতই খুব ফাস্ট। গুরুত্বপূর্ণ সময়ে ওর একটা স্টাম্পিং ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। আর এরকম অনেকবারই হয়েছে।''

5/5

ধোনির অবসর ঘোষণার খবর জানার পরই শাস্ত্রী লিখেছিলেন, তাঁর ছেড়ে যাওয়া বুট জোড়ায় আর কারও পা গলানো বড় চ্যালেঞ্জের হবে। তিনি এটাও বলেন, তিনটি ফরম্যাটেই ধোনি ভারতীয় দলকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন। তাই ক্রিকেটের কথা উঠলেই ধোনির নাম কিংবদন্তিদের তালিকায় গণ্য হবে।