বড়সড় রায় আদালতের, এবার বিজয় মালিয়ার সব সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে সরকার

Jan 05, 2019, 17:10 PM IST
1/6

s 6

s 6

দেশত্যাগী বিজয় মালিয়ার বিরুদ্ধে বডসড় সাফল্য পেল সরকার। কিং ফিশারের মালিক মালিয়াকে পলাতক আর্থিক অপরাধী হিসেবে ঘোষণা করল মুম্বইয়ের বিশেষ পিএমএলএ(প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট)আদালত।

2/6

S 5

S 5

শনিবার ওই রায় দেওয়ার আগে মালিয়ার একটি আবেদন বাতিল করে দেয় আদালত। এর ফলে মালিয়ার সব সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে সরকার।

3/6

S 4

S 4

মালিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়টি নিয়ে এবার শুনানি শুরু হবে।

4/6

S 3

S 3

এই রায়ের ফলে বিজয় মালিয়ায় হলেন দেশের প্রথম ব্যবসায়ী যিনি এই আইনে দোষী সাব্যস্ত হলেন। আইনটি চালু হয় গত বছর অগাস্ট মাসে।

5/6

S 2

S 2

মূলত ইডি-র আবেদনের ভিত্তিতেই এই রায় দিল আদালত। ওই আবেদনে ইডি বলে, মালিয়া বর্তমানে রয়েছেন ব্রিটেনে। তাকে ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার বা পলাতক আর্থিক অপরাধী হিসেবে ঘোষণা করা হোক। তার সমস্থ সম্পত্তি এইইও আইনে বাজেয়াপ্ত করা হোক।

6/6

s 1

s 1

বিপুল পরিমাণ ঋণ করে ২০১৬ সালে দেশ ছাড়েন কিং ফিশারের মালিক বিজয় মালিয়া। ব্রিটেনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে ভারতে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছে। তবে সেই রায়ের বিরুদ্ধে জামিন পেয়েছেন মালিয়া।