Mumbai Indians | IPL 2025: মুম্বই মায়া কাটাচ্ছে মহাতারকার, কাদের রাখছেন মালকিন? তালিকায় ৪ রত্নের কী অবস্থান!
Mumbai Indians Full Retention List For IPL 2025: আইপিএলের ঢাকে কাঠি পড়েই গিয়েছে। এবার দলগুলি কোমর বেঁধে নামছে নিলামের মহামঞ্চে। তার আগেই চলে আসছে একাধিক সব আপডেট। এবার চর্চায় মুম্বই ইন্ডিয়ান্স।
1/5
আইপিএল ২০২৫-এ ক্রিকেটার ধরে রাখার নিয়ম
বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে যে ১০ আইপিএল ফ্র্যাঞ্চাইজি তাদের বিদ্যমান স্কোয়াড থেকে মোট ৬ খেলোয়াড়কে ধরে রাখতে পারে। ফ্র্যাঞ্চাইজিগুলি 'রিটেনশন' বা 'রাইট টু ম্যাচ' ওরফে আরটিএম ব্যবহার করে তা করতে পারবে। রিটেনশন এবং আরটিএম-এর জন্য ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে সংমিশ্রণে বেছে নেওয়ার সুযোগ থাকছে। এই ৬ জন খেলোয়াড়ের মধ্যে সর্বাধিক ৫ জন ক্যাপড খেলোয়াড় (ভারতীয় বা বিদেশি) এবং সর্বাধিক ২ জন আনক্যাপড (জাতীয় দলের হয়ে অভিষেক না হওয়া) খেলোয়াড় থাকতে পারবে।
2/5
আইপিএল ২০২৫-এ মুম্বই কাদের ধরে রাখছে
photos
TRENDING NOW
3/5
রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সে ভবিষ্য়ত্
রোহিত শর্মা নামটাই যথেষ্ট, সাদা বলের ক্রিকেটে সর্বকালের সেরাদের একজন তিনি। ভারতীয় দলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক তিনি। আর আইপিএলের কথা যদি বলা হয়, তাহলে কিংবদন্তি এমএস ধোনির সঙ্গেই তাঁর নাম উচ্চারিত হবে। কারণ দু'জনেই পাঁচবারের ট্রফি জয়ী। আর এহেন রোহিতকে সপ্তদশ আইপিএলের আগে মুম্বই ইন্ডিয়ান্স ম্য়ানেজমেন্ট অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়। তার বদলে গুরুদায়িত্ব তুলে দেওয়া হয় হার্দিক পাণ্ডিয়ার হাতে। রোহিত নাকি মোটেই খুশি নন তাঁর অধিনায়কত্ব কেড়ে নেওয়ার সিদ্ধান্তে। মনে করা হচ্ছিল সব ঠিক থাকলে নীতা আম্বানির সংসার ছাড়বেন রোহিত। কিন্তু মেগা নিলামের আগে চলে এল অন্য় আপডেট!
4/5
মুম্বই ইন্ডিয়ান্স কাদের ধরে রাখছে
5/5
মুম্বই ইন্ডিয়ান্সে ঈশান কিশানের আগামী
photos