Murti Tourism: অপরূপ মূর্তির পর্যটন পরিকাঠামোর সংস্কার জরুরি; হল বৈঠক
মূর্তির উন্নয়নের জন্য প্রশাসনিক বৈঠক করল মালবাজার মহকুমার মেটেলি ব্লক প্রশাসন।
পশ্চিম ডুয়ার্সের এক অন্যতম পর্যটন কেন্দ্র মূর্তি। মূর্তির অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের টানে দেশ বিদেশের বহু পর্যটক আসেন মূর্তিতে। দিনের পর দিন মূর্তিতে পর্যটকসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু সেইভাবে মূর্তির উন্নয়ন হয়নি। এবার মূর্তির উন্নয়নের জন্য প্রশাসনিক বৈঠক করল মালবাজার মহকুমার মেটেলি ব্লক প্রশাসন। মেটেলির বিডিও বিপ্লব বিশ্বাসের ডাকে বিডিও অফিসের কনফারেন্স হলে ওই বৈঠক হয়।
1/6
পর্যটনকেন্দ্র
2/6
মালবাজার
photos
TRENDING NOW
3/6
মূর্তির সৌন্দর্য
দিনের পর দিন মূর্তিতে পর্যটকদের সংখ্যা বাড়লেও এখনও সেখানে বহু সমস্যা রয়েছে। মূর্তিতে আধুনিক শৌচালয় নেই, নেই পানীয় জলের ব্যবস্থা, নেই যথাযথ গাড়ি পার্কিং ব্যবস্থা। মূর্তির দীর্ঘদিনের সমস্যা হল বেহাল রাস্তা। মূর্তি নদীর ধারে মাঝেমধ্যেই পাওয়া যায় প্লাস্টিক, মদের বোতল। এদিন যাবতীয় বিষয়ে বৈঠকে আলোচনা হয়। মেটেলির বিডিও বিপ্লব বিশ্বাস বলেন, মূর্তির উন্নয়নের জন্য এদিন বেশ কিছু আলোচনা করা হয়েছে। রাস্তা, শৌচালয়, পানীয় জল,আলোর ব্যবস্থা-সহ নানা বিষয়ে কাজ করা হবে। মূর্তির সৌন্দর্য ও পরিবেশকে রক্ষা করার দায়িত্ব সকলের। সকলকে মিলিতভাবে কাজ করতে হবে।
4/6
বন্যপ্রাণী ও পরিবেশ বাঁচিয়ে
5/6
গরুমারা ট্যুরিজম
6/6
বৈঠক
photos